(মুসলিমবিডি২৪ডটকম)

প্রশ্নঃ ই’তিকাফের অবস্থাায় ধুুমপা করা যাবে?
উত্তরঃ ধুমপান করা মাকরুহ (ফাতাওয়ায়ে মাহমূদিয়া ১০/২৯১)।
এতেকাফকারী ধুমপানের জন্য মসজিদ থেকে বের হতে পারবে না।
বের হলে এতেকাফ নষ্ট হয়ে যাবে (ফাতাওয়ায়ে হক্কানিয়া ৪/১৭৪)।
তবে যদি এমন হয় যে, ধুমপান না করলে অসুস্থ হয়ে যাবে যেমন পেট ফুলে যাওয়া ইত্যাদি,
তাহলে ধুমপানের জন্য মসজিদ থেকে বের হওয়ার অবকাশ আছে (ফাতাওয়ায়ে রহীমিয়া ৩/৩৫৩)।
এ ক্ষেত্রে মুফতী সালমান মনসূরপূরী দা. বা. সুন্দর সমাধান দিয়েছেন যে,
ইসতেনজায় যাওয়ার পথে রাস্তায় ধুমপান করলে এতেকাফ নষ্ট হবে না
(কিতাবুন নাওয়াযিল ২/১৪৬)। তাই ধুমপানে অভ্যস্ত ব্যক্তি তার অভ্যাচর্চা এভাবে করবেন।
আরো দেখুন ধুমপানের শরয়ী হুকুম,ই’তিকাফ অবস্থায় ধুমপানের হুকুম, তওবা করার শর্ত কী?,শাওয়ালের ছয় রোজা এক বছর রোজা রাখার নামান্তর
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

