(মুসলিমবিডি২৪ডটকম)
প্রশ্নঃ ই’তিকাফের অবস্থাায় ধুুমপা করা যাবে?
উত্তরঃ ধুমপান করা মাকরুহ (ফাতাওয়ায়ে মাহমূদিয়া ১০/২৯১)।
এতেকাফকারী ধুমপানের জন্য মসজিদ থেকে বের হতে পারবে না।
বের হলে এতেকাফ নষ্ট হয়ে যাবে (ফাতাওয়ায়ে হক্কানিয়া ৪/১৭৪)।
তবে যদি এমন হয় যে, ধুমপান না করলে অসুস্থ হয়ে যাবে যেমন পেট ফুলে যাওয়া ইত্যাদি,
তাহলে ধুমপানের জন্য মসজিদ থেকে বের হওয়ার অবকাশ আছে (ফাতাওয়ায়ে রহীমিয়া ৩/৩৫৩)।
এ ক্ষেত্রে মুফতী সালমান মনসূরপূরী দা. বা. সুন্দর সমাধান দিয়েছেন যে,
ইসতেনজায় যাওয়ার পথে রাস্তায় ধুমপান করলে এতেকাফ নষ্ট হবে না
(কিতাবুন নাওয়াযিল ২/১৪৬)। তাই ধুমপানে অভ্যস্ত ব্যক্তি তার অভ্যাচর্চা এভাবে করবেন।
আরো দেখুন ধুমপানের শরয়ী হুকুম,ই’তিকাফ অবস্থায় ধুমপানের হুকুম, তওবা করার শর্ত কী?,শাওয়ালের ছয় রোজা এক বছর রোজা রাখার নামান্তর