(মুসলিমবিডি২৪ডটকম)

১। “সেদিন সকলে একত্রিত হবে।”
[সূরা আনআম-২২]
২। “দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়।”
___[মিশকাত-৫২৯৮]
৩। “মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।”
____[বুখারি, মুসলিম]
৪। “কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।”
_[মিশকাত-৫৩০২]
৫। “কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে।”
_____[মিশকাত-৫৩০৩]
৬। “প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।”
_[বুখারি-৪৭৪১]
৭। “ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌছাবে।”
________[বুখারি]
৮। “সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আ’মল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।”
____[বুখারি, মুসলিম]
৯। “দুনিয়াতে যারা আল্লাহ্’র জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহ্-কে সিজদাহ্ দিতে পারবে না।”
_[সূরা কালাম-৪২, ৪৩]
১০। “মু’মিনদের হিসাব হবে মুখো-মুখি।”
_[মিশকাত]
১১। “যার হিসাব পুংখানুপুংখ যাচাই করে হবে, সে ধ্বংস হবে।”
____[মিশকাত-৫৩১৫]
১২। “ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।”
___[সূরা ইয়াসিন-৬৫]
১৩। “হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।”
____[সূরা নুর-২৪]
১৪। “সে দিনের সময়সীমা হলো ৫০ হাজার বছরের সমান।”
_[মুসলিম মিশকাত~১৭৭৩]
১৫। “তবে ঐ দিন মু’মিনের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে।”
_[বায়হাকী মিশকাত~৫৫৬৩]
আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।
আরো পড়ুনকিয়ামতের আলামতঃ দ্রুত সময় পার হওয়া, যে কারণে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে বিয়ে করা উচিৎ, মৃত্যু বার্ষিকী পালন করা প্রসঙ্গে
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

