Breaking News
Home / ইসলামিক গল্প / দাজ্জাল আসার তেরোটি আলামত

দাজ্জাল আসার তেরোটি আলামত

(মুসলিমবিডি২৪ডটকম)

দাজ্জাল আসার তেরোটি আলামত

بسم الله الرحمن الرحيم

দাজ্জাল যে শেষ জামানায় আসবে তার ১৩টা ফিৎনার কিছু আলামত

 

১. তুচ্ছ তুচ্ছ বিষয়ে খুন খানাবি করা হবে।

 

২. দ্বীন বিক্রি করে দুনিয়া অর্জন করা হবে।

 

৩. রেশমি কাপড় পরিধান করা হবে।

 

৪ আকস্মিক মৃতুর হার বেড়ে যাবে।

 

৫. বৃষ্টিপাত সত্ত্বেও খুব গরম পড়বে।

 

৬. মানুষ সন্তাস-সন্ততি লাভের আগ্রহ হারাবে;বরং সন্তান-সন্ততি অপসন্দ করবে।

 

৭. নীচ লোকদের ঠাটবাট বেশি হবে । অর্থাৎ নিচু স্তরের লোক খুব জাকজমকের সাথে জীবন যাপন করবে।

 

৮. দেশের আমীর ও উজির মিথ্যা বলতে অভস্ত্য হবে ।

 

৯. সোনা ব্যাপক হয়ে যাবে।

 

১০. মসজিদকে কারুকার্য করা হবে।

 

১১. ব্যাপকভাবে মদ পান করা হবে।

 

১২. শরীয়তী শাস্তি বর্জন করা হবে।

 

১৩. নারীরা ব্যবসা-বাণিজ্যে পুরুষের অংশীদাদ হবে।

আড়ো পড়ুন

শরীয়তের আকিদা বিরোধী কয়েকটি কু-লক্ষনের তালিকা,,জান্নাত লাভ করার জন্য ১০টি জিকির,

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

মহব্বতের বাড়াবাড়ি

মহব্বতের বাড়াবাড়ি

(মুসলিমবিডি২৪ডটকম) হযরত মাওলানা আশরাফ আলী থানবি রহ. বলেন: কোনো এক বুযুর্গ কোনো এক এলাকায় আসলেন। …

Powered by

Hosted By ShareWebHost