Breaking News
Home / ইতিহাস / নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন

নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন

(মুসলিম বিডি ২৪.কম)

নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন

بسم الله الرحمن الرحيم

নিজে প্রতিষ্ঠিত করুন আত্মবিশ্বাসের উপর

আত্মবিশ্বাস নব জীবনের একটা বিরাট শক্তি আত্মবিশ্বাস না থাকলে থেমে যেতে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতি সৃষ্টি হতনা আজকের নয়া পৃথিবী।

তাই নির্দ্বিধায় বলা যায় পৃথিবীর সকল উন্নতি ও অগ্রগতির মূলে রয়েছে আত্মবিশ্বাসের শক্তিশালী ভূমিকা।

সুতরাং আপনাকে হতে আত্মবিশ্বাসের বলে বলীয়ান আপ ভিতরে যে প্রতিভা লুকিয়ে আছে তার ঘটাতে আপনাকে অগ্রসর হতে হবে।

আপনার ভিতরে লুকিয়ে আছে আলিম আদীব মুফতি মুহাদ্দিস মুফাস্সির সাহিত্যিক ইত্যাদি হওয়ার সুপ্ত প্রতিভা।

অন্তরে সাহস জাগ্রত করুন এবং বলুন দশজনে পারে যাহা আমিও পারিব তাহা

তাদের মত আমিও মানুষ তারা পারবে আমি কেন পারব না?আমার পাঠ্য কিতাবসমূহ তো মানুষেই লিখেছে।

তাহলে আমি মানুষ হয়ে মানুষের লেখা কেন বুঝব না?যদি আল্লাহ ও তাঁর রাসূলের পৃথিবীর লক্ষ্য-কোটি মানুষ বুঝে উঠতে পারে তাহলে আমি কেন পারব না?

আমি অবশ্যই আমার জীবনকে সুন্দর করব আমার পড়া আমার লিখা সব সুন্দর করব আমার লিখা যদি আমি আমি সুন্দর চেষ্টা না করি।

দুনিয়ার কোন মানুষ তা সুন্দর করে দিতে পারবে না আমার খানা যেমন আমাকেই খেতে হয় অন্য কেউ খেলে আমার পেট ভরে না।

আমার ঘুম আমাকে যেতে হয় অন্য কেউ ঘুমালে তাঁর ঘুম হয় আমার ঘুম হয় না তদ্রূপ আমার পড়া আমাকেই পড়তে হবে।

আমার লেখা আমাকেই লিখতে হবে  আমাকেই হতে হবে যুগের শামসুল ফরিদপুরী আমাকেই হতে হবে যুগের আনোয়ার শাহ কাশ্মীরী।

আপনি নিজের উপর আস্থা রাখুন আপনার আত্মবিশ্বাস আপনাকে উন্নতি ও সা্যের  দুয়ারে পৌঁছা দিবে।

আত্মবিশ্বাস না থাকলে শিক্ষক ছাত্রকে শিক্ষা দিতে পারেন না আত্মবিশ্বাসহীন ছাত্র কোথাও সফলতা খুঁজে পায়না।

প্রতিনিয়ত প্রত্যেক ক্লাসে সে সহপাঠীদের সামনে ওস্তাদের কানমলা খায় ব্যর্থ হয় প্রতিটি পরিক্ষায় ।

আত্মবিশ্বাস না থাকলে মানুষ সাধারণ বিষয়েও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে থেমে যায়    তার গতি।

জীবন যুদ্ধের কোন ময়দানেে সে অংশগ্রহন করতে পারে না শুধু ভীরুতার কারণে আত্মবিশ্বাসহীনতার ফলে সে পিছিয়ে যায় দিন দিন।

আপনাকে আত্মবিশ্বাসী হতেই হবে আপনার ভিরুতা আর অলসতার কাঁথা ছিঁড়ে টুকরো টুকরো করে তাতে আগুন লাগাতে হবে।

পিছনে সবকিছু ভুলে গিয়ে আজ আপনাকে নতুন করে ভাবতে হবে নিজকে নতুন করে চিনতে হবে আপনাকে দীপ্ত শপথ নিতে হবে নতুন আঙ্গিকে।

আমি ভীত নই আমি সহসী আমি আত্মবিশ্বাসী আমাকে শিখতে হবে আমাকে পারতে হবে বিশ্বাসকে আমি হাতের মঠোয় দেখব।

তাহলে দেখবেন আপনার লেখা পড়ায় আমূল পরিবর্তন এসে গেছে জ্ঞানার্জনের আকুল স্পৃহায় আপনার দেহ-মন ব্যাকুল হয়ে ওঠেছে।

আপনি আত্মবিশ্বাসী হলে সফলতা আপনার পদচুম্বন করবে করতে বাধ্য আপনার উজ্জ্বল ভবিষ্যতের সুখময় দিনগুলো নিল আকাশে উঠবে।

আত্মবিশ্বাস ে একজন কবি বলেন

যদি মনে কর, পরাজিত তুমি
তাহলেই তুমি পরাজিত।
যদি মনে কর, তোমার সাহস কুলাবে না
তাহলেই তুমি প্রতিহত।
জিততে চাও: অথচ ভাবছ পারবে না
তাহলে কিছুতেই পারবে না তুমি।
যদি ভাব, তুমি হেরেই যাবে
তাহলে হেরেই যাবে তুমি।
পৃথিবীতে সফল সে-ই হয়
যে প্রবল মনে চায়।
জীবনযুদ্বে সর্বদা জিততে থাকে সে-ই,
যে তোমার চেয়ে বলশালী, দ্রুতগামী।
সে-ই জিতে যে বলে-
ভয় করি নাকো পারবই আমি।

 

 

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

ইতিহাসের সাহসী নারী

অতীত ও বর্তমান সময়ের ছয় ঈমানদার বাঘিনী নারী এবং তাদের স্মরণে বর্তমান নারী সমাজের উদ্দেশ্যে …

Powered by

Hosted By ShareWebHost