Breaking News
Home / যাকাত / সদকায় সম্পদ কমে না বরং মুসিবত দূর করে

সদকায় সম্পদ কমে না বরং মুসিবত দূর করে

(মুসলিমবিডি২৪ডটকম)

সদকায় সম্পদ কমে না মুসিবত দূর হয়ঃ নঙ্গে আসলাফ আফজাল

بسم الله الرحمن الرحيم

সদকা আরবি শব্দ যার অর্থ সেচ্ছায় দান করা।আর এই দান করাটা চাই গোপনে হওক বা প্রকাশ্যে।

যেমন আল্লাহ তাআলা বলেনঃ

اللذين ينفقون اموالهم بالليل و النهار سرا و علانية فلهم اجرهم عند ربهم ،فلا خوف عليهم ولاهم يحزنون

অর্থঃ যারা আল্লাহর রাস্তায় দিনে রাতে প্রকাশ্যে ও গোপনে খরচ করে তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রভুর নিকট।

আল্লাহর রাস্তায় সঠিক নিয়তে দান করলে একে দশ মিলে। যেমন আল্লাহ তাআলা বলেন।

مثل االلذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبة في كل سنبلة مأة حبة، و الله يضَاعف لمن يشأ، والله واسع عليمْ

অর্থঃ যারা আল্লাহর পথে সদকা করে তাদের দৃষ্টান্ত হল,যেমন একটি শষ্য দানা সাতটি অঙ্কু্র উৎপন্ন করে,

প্রতিটি অঙ্কুরে একশত দানা থাকে।আল্লাহ যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দেন,তিনি প্রশস্তকারী জ্ঞানী।

হাদীস শরীফে রাসুল সাঃ ইরশাদ করেন

الصدقة ترد البلاء  و لا تنقص الاموال

অর্থাৎ সাদকা সম্পদ কমায় না বরং মুসিবত দূর করে। গুনাহ মুছে দেয়।আল্লাহর রাগ নিভিয়ে দেয়।রিযিকের বরকত বাড়ায়।

সদকায় সম্পদ কমে না মুসিবত দূর হয়ঃ নঙ্গে আসলাফ আফজাল

হযরত ঈসা আঃ এর যুগের ঘটনা

এক ব্যক্তি তার বাড়ির একটি গাছ থেকে পাখির বাচ্ছা প্রতি বছর ধরে নিয়ে যেত।

একবার পাখিটি সেই যুগের নবী ঈসা আঃ এর নিকট অভিযোগ করল,তিনি ওহী মারফত এ বিষয়ে অবগত হন।

তখন পাখিকে তিনি জবাব দেন আগামীকাল লোকটি যখন গাছে উঠবে তখন তাকে মেরে ফেলা হবে।

পাখি নবীর মুখে এমন জবাব শুনে নিশ্চিন্তে চলে গেল। এদিকে লোকটি যখন গাছে উঠার প্রস্তুতি নিচ্ছে।

ঠিক তখনই এক ভিক্ষুক এসে তার দরজা করাঘাত করল, সে তাকে একটি রুটি দান করল ।এবং নিশ্চিন্তে গাছে উঠে বাচ্চা নিয়ে আসল।

আর ঈসা আঃ পাখির হেফাজতের জন্য একটি জিনকে আদেশ করলেন যে, যখনই লোকটি গাছে উঠবে তখনই তার কোমর ভেঙে দিতে।

আল্লাহ তাআলা তার দানের বদৌলতে একজন ফিরিশতা নিয়োগ করলেন যেন জিন তার কোন ক্ষতি করতে চাইলে জিনের কোমর ভেঙে দেন।

প্রিয় বন্ধুগন!

দেখলেন তো করার কারণে আল্লাহ তাআলা কিভাবে তাকে মুসিবত থেকে হেফাজত করলেন।

তাই আসুন এই দূর্যোগপূর্ণ (করোনা ভাইরাসের)সময়  আমরা বেশী বেশী দান-খয়রাত করি।

আশা করি আল্লাহ রাব্বুল আলামীন এর উসিলায় আমাদেরকে ভাইরাসের সংক্রমণ হতে রক্ষা করবেন।

কেননা সাদকাহ গোনাহ মিঠিয়ে দেয়, আল্লাহর রাগ নিভিয়ে দেয়,রিযিকের মধ্যে বরকত হয়।

আরো পড়ুন 👉টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় করা যাবে,কাদেরকে যাকাত দেয়া যাবে এবং দেয়া যাবেনা

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কাদেরকে যাকেত দেয়া যাবে এবং দেয়া যাবে না

কাদেরকে যাকাত দেয়া যাবে এবং দেয়া যাবেনা

(মুসলিমবিডি২৪ ডটকম) যাদেরকে যাকাত দেয়া যাবে ফকির, যার নেসাব পরিমাণ মাল নেই। মিসকিন, যার কিছুই …

Powered by

Hosted By ShareWebHost