Breaking News
Home / নামাজ / নামাজের ফজিলতঃ (৩য়পর্ব) নঙ্গে আসলাফ আফজাল

নামাজের ফজিলতঃ (৩য়পর্ব) নঙ্গে আসলাফ আফজাল

(মুলিমবিডি২৪ডটকম)

নামাজের ফজিলত ৩য় পর্ব

بسم الله الرحمن الرحيم

ان اصلوة كانت علي المؤمنين كتابا موقوتا অর্থাৎ নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট আদায় করা ফরজ করা হয়েছে।

হাদীস শরীফে ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে বেহেশতের চাবি  উল্লেখ করে বলেন مفتاح الجنة الصلوة

সুফি- সাধক গন নামাজ কে মে'রাজের সাথে তুলনা করে বলেন الصلوة معراج المؤمن

অতএব উল্লেখিত আয়াত,হাদিস,ও মাকুলার দারা আমরা বুঝতে পারলাম নামাজ সঠিক সময় সঠিক ভাবে আদায় করতে হবে।

আরো জানতে পারলাম নামাজ সঠিক ভাবে আদায় করলে বেহেশত উন্মুক্ত করে দেওয়া হবে।

আরো জানতে পারলাম নামাজ সঠিক ভাবে আদায় করলে মহান রাব্বুল আলামীনের সাথে কথোপকথন করা যায়।

উল্লেখিত বিষয় সমূহ বুঝে থাকলে আসুন এখন জেনে নেই

নামাজের ফজিলত সমূহ

এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়ার ফায়দা উল্লেখ করে উপমাকারে ইরশাদ করেন।

তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি কুপ থাকে, আর সে ব্যক্তি দৈনিক পাঁচবার ঐ কূপে গোসল করে তার শরীরে কোন ময়লা থাকবে?

সাহাবা আজমাঈন বললেন না অবশ্যই তার শরীরে ময়লা অবশিষ্ট থাকবে না। তিনি বললেন নামাজ ঐ রকম।

যে ব্যক্তি দৈনিক পাঁচবার নামাজ পদ্বতিতে আদায় করবে ঐ ব্যক্তির ন্যায় তার অন্তর পরিষ্কার হয়ে যাবে কোন ময়লা অবশিষ্ট থাকবে না।

তাআলা ইরশাদ করেছেন           وامر اهلك بالصلاة و اصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك و العاقبة للتقوي

এ আয়াতে আল্লাহ তাআলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ দিচ্ছেন

আপনার পরিবার-পরিজনকে নামাজের নির্দেশ দিন এবং উহার ইহতিমাম করুন এর দারা আপনি রিযিক কামনা করবেন না।আমিই আপনাকে রিযিক দেব।

প্রিয় বন্ধুগন!

নামাজ সঠিকভাবে সঠিক সময় আদায় করলে আল্লাহ তাআলা রিযিকের ওয়াদা দিচ্ছেন।

وحي غير متلو দ্বারা উপমার মাধ্যমে বুঝালেন নামাজ পড়লে সমস্ত গুনাহ মাফ করা হয়।

অতএব ভাই বন্ধুগন! আমরা দৈনিক পাঁচবার নামাজ আদায় করব নিজে পড়ব অন্যকে পড়তে াহিত করব। ইনশাআল্লাহ।

وما توفيقي الا بالله

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

নফল নামাজের গুরুত্ব ও ফায়দা

নফল নামাজের গুরুত্ব ও ফায়দা

(মুসলিমবিডি২৪ডটকম) ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এই হিসাবে পার হতে না …

Powered by

Hosted By ShareWebHost