Breaking News
Home / পর্দা/নারী / ধর্ষণ রোধে রাষ্ট্রীয়ভাবে যেই পদক্ষেপগুলো নেয়া হলে সফলতা আসতো

ধর্ষণ রোধে রাষ্ট্রীয়ভাবে যেই পদক্ষেপগুলো নেয়া হলে সফলতা আসতো

(বিডি২৪ ডটকম)

ধর্ষণ রোধে রাষ্ট্রীয়ভাবে যেই পদক্ষেপগুলো নেয়া হলে সফলতা আসতো

ধর্ষন প্রতিরোধে করনীয়ঃ
১। বিয়ের উপযুক্ত হলেই বিয়ে দিতে (বয়স ও ক্যারিয়ারকে প্রতি বানানো যাবে না)।

২। বিয়েকে পানির মত সহজ করতে হবে; (বিয়ের খরচ ও কাবিনে অধিক টাকার হার বন্ধ করে নেওয়া)।

৩। সহর পরিবর্তন করে নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে এবং বাধ্যতামূলক করা।

৪। নারীদের বাধ্যতামুলক ীন পোশাক পড়তে হবে এই আইন চালু করা।

৫। পর্নোগ্রাফী পুরোপুরি বন্ধ করে দেওয়া।

৬। সিনে-নাটক-অনুষ্ঠানে নারীকে শালীনভাবে উপস্থাপন করতে হবে; ধর্ষনের সীন, বিকৃত অঙ্গি (যৌনাবেদন) থাকবে না।

৭। বিদেশী কালচার ও স্যাটেলাইট চ্যানেল নিয়ন্ত্রনে আনা।

৮। ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ায় নারীদের যৌনাবেদনময়ী ছবি-ভিডিও দেয়া যাবে না।

৯। সোশাল মিডিয়ায় অশ্লীলতা নিয়ন্ত্রণ করা;

১০। মুসলিম নারীদের জন্য পর্দা বাধ্যতামূলক করতে নেওয়া।

১১। নারীদের জন্য আলাদা কর্মব্যবস্থা, আলাদা পরিবহন ব্যবস্থা ইত্যাদি আলাদা করতে হবে।

১২। নারী ও পুরুষের অবাধ মিলামিশা বন্ধ করা।

১৩। পুরুষদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিতে হবে নারীদের তুলনায়।

১৪। পতিতাবৃত্তি বন্ধ করে তাদের পুনর্নের ব্যবস্থা করতে হবে।

১৫। যৌনউত্তেজক ঔষধের নিয়ন্ত্রণ করতে হবে।
১৬। শিক্ষাব্যবস্থায় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

১৭। যেইকোন মূল্যে বেকারত্ব দূর করতে হবে বিশেষ করে পুরুষদের।

১৮। ২৪ বছরের মধ্যেই সকল যুবকের বিয়ে বাধ্যতামূলক করতে হবে।

১৯। পরিবার ও জনগণদের সচেতন হতে হবে।

২০। ধমীয় অনুভূতির চর্চা করতে হবে।

ধর্ষনের প্রতিকারে করণীয়ঃ
১। ইসলামী বিধান অনুযায়ি ধর্ষকের ও যিনার বিচার করতে হবে।

মোটামুটি আমাদের দেশে যদি উল্লেখিত নিয়মের কিছু কিছু করে আইন প্রয়োগ করা হত,তাহলে যিনাবেবিচার অনেকটা নিয়ন্ত্রণে চলে আসতো।

কি বলেন আপনারা?
সকলের মতামত আশা করছি?

(সূত্র: Israt Jahan Mim Facebook page to collected)

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

নারী শিক্ষা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি

নারী শিক্ষা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি যুগে যুগে নারী শিক্ষার স্বরূপ বিশ্লেষণ

(মুসলিমবিডি২৪ডটকম) নিচের লিংকে ক্লিক করে পূর্ববর্তি অংশ পড়ুন,এর পর থেকেঃ  মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি …

Powered by

Hosted By ShareWebHost