(মুসলিমবিডি২৪ ডটকম)
কোন নামাজে কত রাকাত, রাকাতের সেই সংখ্যার তাৎপর্য কি-এসব একমাত্র আল্লাহ তায়ালা ভাল জানেন।
তিনি ছাড়া এ সম্পর্কে সঠিকভাবে কারো কোন কিছু জানা নেই। তদুপরি কোন কোন নামাজের রাকাত সম্পর্কে কোন কোন মনিষিদের সম্ভাব্য উক্তি পাওয়া যায়।
যেমন, তারাবীহ এর নামাজ বিশ রাকাত হওয়ার তাৎপর্য সম্পর্কে আল্লামা হালাবী (রহ:) বলেন যে,
প্রত্যেক পাচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের সংখ্যা হলো- ২+৪+৪+৩+৪=১৭ সতের রাকাত আর বিতর নামাজ হলো ওয়াজিব যা ফরজ না হলেও ফরজের কাছাকাছি।
তাই ফরজের সাথে বিতরকেও যোগ করা যায়। আর সতের রাকাত ফরজের সাথে বিতরের তিন রাকাত যোগ করলে হয় বিশ রাকাত।
আর সুন্নাত নামাজ যেহেতু দেয়াই হয়েছে ফরজের সম্পুরক হিসেবে। তাই এখন লক্ষণীয় যে,
বিশ রাকাত ফরজ (ও ওয়াজিব)-এর জন্য বিশ রাকাত সুন্নাত (তারাবীহ এর নামাজ) হওয়াই যুক্তিসংগত।
(ফাতাওয়ায়ে শামী-২/৪৫, বাহরুর রা-ইক্ব-২/৬৭)
এশার ফরজ না পড়ে তারাবীহ এর জামাতে অংশগ্রহণ
তারাবীহ নামাজের ওয়াক্ত হলো এশার নামাজের আদায়ের পর। বিধায়, আগে এশার নামাজ সুন্নাতসহ আদায় করতে হবে।
তারপর তারাবীহ এর জামাতে শরীক হবে।
(ফাতাওয়ায়ে শামী-২/৪৪)
তারাবীহ না পড়ে বিতরের জামাতে অংশগ্রহণ
কেউ যদি মসজিদে এসে দেখে যে বিতরের জামাত শুরু হয়ে গেছে তাহলে সে প্রথমত: এশার নামাজ আদায় করবে।
তারপর তারাবীহ না পড়েই বিতরের জামাতে শরীক হয়ে যাবে। তারপর বিতর শেষ করে তারাবীহ এর নামাজ আদায় করবে। এটাই হচ্ছে উত্তম।
তেমনিভাবে কেউ যদি এশার নামাজ আদায় করে কয়েক রাকাত তারাবীহ এর নামাজ জামাতের সাথে পড়ার পর বিতরের জামাত শুরু হয়ে যায়,
আর তার জিম্মায় তারাবীহ নামাজের আরও কয়েক রাকাত অবশিষ্ট থাকে, তাহলে সে প্রথমত: বিতরের জামাতে শরীক হয়ে যাবে।
বিতর শেষ করে তারপর তারাবীহ এর অবশিষ্ট নামাজ আদায় করবে। এটাই হচ্ছে উত্তম।
আরো পড়ুন: 👇👇👇
ইশরাক চাশত তাহিয়্যাতুল অজু ও তাহিয়্যাতুল মসজিদ নামাজের আলোচনা
MuslimBD24.Com Islamic blog site Bangladesh


