(মুসলিমবিডি২৪ ডটকম)
প্রশ্নঃ আমার জানার বিষয় হল,আজকাল অনককেই দেখা যায় দাড়িয়ে পানাহার করে ৷ অনেক কে হেটে হেটেও অনেক কিছু খেতে দেখা যায় ৷
এ বিষয়ে শরীয়ত কি বলে? দাড়িয়ে বা হেটে হেটে কোনো কিছু খাওয়া বা পান করা যাবে কি না? বিস্তারিত দলিল সহ জানালে উপকৃত হবো ৷
উত্তরঃ যেকোনো ধরনের পানীয় ও খাদ্যদ্রব্য বসে পানাহার করা সুন্নত ৷ আর কোনো ওজর ব্যতিত দাঁড়িয়ে বা হেটে হেটে পানাহার করা মাকরূহ।
তবে বিশেষ কোনো ওজরে দাঁড়িয়ে পানাহার করলে কোনো অসুবিধা নেই ৷
হাদীস শরীফে এসেছে, আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।
কাতাদা রা. বলেন, আমরা আনাস রা.- কে জিজ্ঞাসা করলাম আর দাঁড়িয়ে খাওয়া কি? তিনি বললেন, এটা তো আরো গর্হিত কাজ।
(সহীহ মুসলিম, হাদীস : ২০২৪)
অন্য এক বর্ননায় রাসূলুল্লাহ সাঃ দাঁড়িয়ে পান করলে শয়তান সাথে পান করে বলে নিন্দা করেছেন৷
(দলীল) -ফাতহুল বারী ১০/৮৫; শরহু মুশকিলিল আছার, ২১০২৷
বর্তমানে বিজ্ঞানিরা গবেষণা করে দেখছে যে, দাঁড়িয়ে কোন কিছু খাওয়া তা সাধারণ ক্ষতিকর নয়, বরং তা হচ্ছে দেহের জন্যে মারাত্মক ক্ষতিকর।
এক ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করতেছে, পান করা অবস্থায় গলায় বাধ লেগে যায়, উনাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নেয়া হয়,
ডাক্তার দেখে বললেন উনি ইহজগৎ ত্যাগ করেছেন, ডাক্তার রোগীর সঙ্গে আসা স্বজনদের জিজ্ঞেস করলেন,
কি হয়েছিল উনার?
তখন একজন বললেন, উনি দাঁড়িয়ে পানি পান করতেছেন এমন সময় গলায় বাধ লেগে যায়, আমরা তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসি।
ডাক্তার শুনে বললেন জন্ম মৃত্যু সব উপরওয়ালার ইচ্ছা, কার কোন সময় হবে জানা যায় না। তবে দাঁড়িয়ে পানি পান করাই উনার মৃত্যুর কারণ হতে পারেআমরা না জেনে অনেক কাজ করে ফেলি, যে কাজ কোন সময় আমাদের মৃত্যু পর্যন্ত ডেকে আনে। যেমন দাঁড়িয়ে পানি পান করলে,
তখন পানি গলা দিয়ে খুব স্পীডে নেমে খাদ্যস্থলীতে যায়, এর কারণে গলায় বাধ লাগা ছাড়া আরো বিভিন্ন শারীরিক দুর্ঘটনা ঘটে, এমনকি মৃত্যুও হতে পারে।
আল্লাহ রাসূল সা: এক হাদীসে বলেন: তোমরা যখন পানি পান করবে তখন বসে ধীরেধীরে ও তিন শ্বাসে পান করবে।
(আল-হাদীস)
MuslimBD24.Com Islamic blog site Bangladesh


