Breaking News
Home / ইসলামিক নিউজ / বাহুবল ও নবিগঞ্জ থানা ভিত্তিক হুফফাজুল কোরানের প্রতিযোগিতা আগামি ১ ফেব্রায়ারী

বাহুবল ও নবিগঞ্জ থানা ভিত্তিক হুফফাজুল কোরানের প্রতিযোগিতা আগামি ১ ফেব্রায়ারী

(মুসলিমবিডি২৪ ডটকম)

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর কর্তৃক  আয়োজিত জাতীয় হিফজুল কোরআন  প্রতিযোগিতা এর বাহুবল ও নবীগঞ্জ থানা ভিত্তিক,প্রতিযোগিতা।

অনুষ্ঠিত হবে আগামি ১ ফেব্রুয়ারি ২০১৯ ইংরেজি।স্থান: হামিদনগর মাদ্রাসা বাহুবল।

এতে বাহুবল ও নবীগঞ্জ এর প্রত্যেক হিফজ মাদ্রাসা গুলির প্রতি আকুল আবেদন এই যে,

যারা অংশগ্রণের ইচ্ছুক তারা ফরম সংগ্রহ করে জমা দেওয়ার নির্ধারিত তারিখের আগে ফরম খিলাফ করে জমা দিন। ফরম ফি: ১০০ টাকা।

ফরম প্রাপ্তি স্থান : জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসা বাহুবল।

যোগাযোগ : ০১৭৬০৮৬৪৬০০

হাফিজ মাওলানা কাউসার আহমদ।

দিন যত যাইতেছি হুফফাজুল কোরআন এর প্রচার প্রচারণা বাড়তেছে এবং সফলতার অগ্রগতি হইতেছে।

তারা কিভাবে এই সাফল্য অর্জন করতেছে তার কারণ হল একটাই তাদের কাজ তারা ঠিকমত আঞ্জাম দিয়ে আসা।

তাদের সফলতা শুধু দেশের আনাচেকানাচে নয় বরং গুটা বিশ্বে তারা সফলতা অর্জন করে আসতেছে এর প্রমান হল যে,

আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে আমাদের দেশের ছোট ছোট হাফিজে কোরআনেরা সারা বিশ্বে ১০৯ বা ১১৩ এরকম দেশে ১ নাম্বার বা ২,৩ হয়ে,

গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া সেটার মধ্যে তাদের অবদান বেশী, তা আবার কেমনে? এটা হল সহজ উত্তর।

আপনি তাদের ফাউন্ডেশন এর নামের দিকে থাকিয়ে দেখুন যে, নাম হল: হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ।

অর্থটা আশা করি মোটামুটি বুঝে গেছি যে, এটা হল হাফিজদের ফাউন্ডেশন।

তার কামকাজ ও চিন্তা চেতনা হল কোরআনের হাফিজদের কে নিয়ে। কিভাবে তাঁদেরকে মানসম্মত হাফিজে কোরআন অর্থাৎ আন্তর্জাতিক হাফিজ হিসেবে তৈরি করা যায়।

এর জন্য তাদের যা করতে হচ্ছে তা প্রতি নিয়ত করে যাচ্ছে এবং এই করার মধ্যে সাফলতা পাচ্ছে।

প্রতি বছর ৪০ দিন ব্যাপী  ৩ টি হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স  এর সফলতা বেশী, এর কারণ হল এখানে শুধু যে, কোরআন শরীফ সহীহ শুদ্ধ করে পড়ানো এর হয়না,

পাশাপাশি কিভাবে একজন হিফজের শিক্ষক তার হিফজের ছাত্রদেরকে ও মাদ্রাসার হিফজ খানাকে উন্নতির দিকে নেওয়া যায় সেই প্রশিক্ষণও দেয়া হয়।

এছাড়া রয়েছে প্রতি বছর তাদের কর্তৃক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

উক্ত হিফজ শিক্ষক কোর্সটি শেষ করে যখন তিনি তাদের শিখানো পদ্ধতিকে অনুসরণ করে  হিফজ বিভাগকে নিয়ে পথ চলা শুরু করেন।

দেখা যাচ্ছে মাত্র কিছু দিনেই উক্ত হিফজ শিক্ষক সফলতার সাথে উনার সাক্ষাত হয়ে যাইতেছে।

উক্ত হিফজ শিক্ষকদের অক্লান্ত মেহনত ও পরিশ্রমের দ্বারা তাদের ছাত্র গুলিকে এভাবে তৈয়ার করছে যে, তাদের ছাত্ররা দেশের বিভিন্ন,

হিফজুল কোরআন প্রতিযোগিতায় সুনামের পাশাপাশি বিদেশের মাঠিতেও সুনাম অর্জন করে আসতেছে।

আল্লাহ তায়ালা এই ফাউন্ডেশন এর আঞ্জামকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন এবং আমার প্রিয় শায়খ,

যিনি হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সাফল্য চেয়ারম্যান:

হাফিজ ক্বারী আব্দুল হক্ব সাহেব দা: বা: আ: কে

যেন আল্লাহ তায়ালা দীর্ঘ নেক হায়াত দান করেন, এই কামনা করি, আমিন।

 

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

যার হাত ধরে মুক্ত হলো সিরিয়া

যার হাত ধরে স্বৈরাচার মুক্ত হলো সিরিয়া

মুসলিমবিডি২৪ডটকম সিরিয়া (শাম) বিজয় হয়েছে গতকাল ৮/১২/২০২৪ তারিখের রবিবার দিনে।  পশ্চিমাদের পুতুল স্বৈরাচারী সরকার বাশার …

Powered by

Hosted By ShareWebHost