আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,,
আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে, সিলেট শহরের প্রাণ কেন্দ্রে ভাড়া বাসায় অবস্থিত 🇧🇩 জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান- সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল। ঠিকানা: অগ্রনী-৯, লন্ডনী রোড, পশ্চিম সুবিদবাজার, সিলেট। প্রতিষ্ঠা সন- ২০২৩ ইং।
অত্র প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। স্বল্প সময়ে প্রতিষ্ঠানের ছাত্ররা হিফজুল কুরআন প্রতিযোগিতায় থানা, জেলা, বিভাগীয় পর্যায়ে ১ম,২য়,৩য় স্থান সহ জাতীয় পর্যায়েও সুনাম অর্জন করতেছে। এছাড়াও কেন্দ্রীয় বোর্ড বেফাকে হিফজ (তাকমিল) সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় প্রত্যেক বছর ১ম,২য়,৩য় স্থান সহ ১০০% মুমতাজ (A+) রেজাল্ট অর্জন করতেছে।
সমাজের গরীব, এতিম, মধ্যেবিত্ত সবাই স্বপ্ন দেখে আমার ছেলেকে মানসম্মত একটি হাফিজী মাদরাসার পড়াবো। সেখান থেকে ভালো ইয়াদ সহ আদর্শবান হাফিজ হয়ে ফারিগ হবে।
অত্র প্রতিষ্ঠানে ৩ শ্রেণির ছাত্ররা হিফজ পড়তেছে, ১। ধনী পরিবারের সন্তান, ২। মধ্যেবিত্ত পরিবারের সন্তান, ৩। গরীব ও এতিম পরিবারের সন্তান।
১। ধনী পরিবারের সন্তান মাদরাসার মাসিক আবাসিক খানা ও বেতন হার অনুযায়ী টাকা পুরাপুরি দিতে পারতেছে। ২ মধ্যেবিত্ত পরিবারের সন্তান মাদরাসার মাসিক আবাসিক খানা ও বেতন হার অনুযায়ী টাকা পুরাপুরি দিতে পারতেছে না বরং কিছু কম দিচ্ছে। ৩। গরীব ও এতিম পরিবারের সন্তান মাদরাসার মাসিক আবাসিক খানা ও বেতন হার অনুযায়ী টাকা একেবারে দিতে পারতেছে না। তাদের মাসিক আবাসিক খানা ও বেতন হার অনুযায়ী টাকা মাদরাসার গরীব ও এতিম ফান্ড থেকে ব্যয় করা হচ্ছে।
অত্র প্রতিষ্ঠানে এরকম ছাত্র বর্তমানে ১৬ জন আছে যারা গরীব ও এতিম এবং মধ্যেবিত্ত (যারা পূর্ণ টাকা দিতে পারছেনা)।
তাদের পিছনে মাসিক ব্যয় হচ্ছে ৩৫ হাজার টাকা। বছরে ব্যয় হচ্ছে: ৪ লক্ষ ২০ হাজার টাকা।
🤲 দেশ ও প্রবাসের মুমিন মুসলমান ভাই/বোনদের প্রতি আকুল আবেদন! আপনারা এই কুরআনের পাখিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাদের প্রতি এগিয়ে আসুন। তাদের প্রতি সহানুভূতি করুন। আমাদের কত টাকা কত দিকে এমনি নষ্ট হয়ে যাচ্চে। এমন হতে পারে আপনার কিছু টাকার সাহায্যের মাধ্যমে শত শত গরীব এতিম পরিবারের সন্তান হাফিজ হওয়ার সৌভাগ্য অর্জন করিবে। এতে আপনিও মহৎ কাজে শরীক হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করিবেন।
একজনজরে প্রতিষ্ঠান পরিচিতি
নাম: সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল
ঠিকানা: অগ্রণী-৯, লন্ডনী রোড, পশ্চিম সুবিদবাজার, সিলেট শহর।
প্রতিষ্ঠাতা পরিচালক: হাফিজ ক্বারী জামাদিউল ইসলাম তাসকিন
প্রতিষ্ঠা সন: ২০২৩ ইং
ছাত্র সংখ্যা: ৭০ জন। আবাসিক (বোডিং এ) ৬০ জন। অনাবাসিক ১০ জন।
শিক্ষক সংখ্যা: ৬ জন
কর্মচারী সংখ্যা: ৩ জন।
বিভাগ সমূহ: আদর্শ নাজেরা ও নুরানি বিভাগ, ইন্টা. হিফজ সবক্বী বিভাগ, ইন্টা. হিফজ রিভিশন (তাকমিল) বিভাগ। ইন্টা. হিফজ প্রতিযোগিতা বিভাগ।
শিক্ষা বোর্ড: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ড।
☎️ সার্বিক যোগাযোগ
হাফেজ ক্বারী জামাদিউল ইসলাম তাসকিন
প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক
মোবাইল: 01741696909 (Bkash Nagad personal)
মাদরাসার ব্যাংক একাউন্ট তথ্য।
Bank Account Name: Sylhet Madrasatul Huffaz international
Account Number: 2836-101-185961
Pubali Bank, PATHANTULA Branch, Sylhet
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

