Breaking News
Home / নিউজ-সংবাদ / সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল এর গরীব ও এতিম ফান্ডে দান করুন

সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল এর গরীব ও এতিম ফান্ডে দান করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,,

আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে, সিলেট শহরের প্রাণ কেন্দ্রে ভাড়া বাসায় অবস্থিত 🇧🇩 জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান- সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল। ঠিকানা: অগ্রনী-৯, লন্ডনী রোড, পশ্চিম সুবিদবাজার, সিলেট। প্রতিষ্ঠা সন- ২০২৩ ইং।

অত্র প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। স্বল্প সময়ে প্রতিষ্ঠানের ছাত্ররা হিফজুল কুরআন প্রতিযোগিতায় থানা, জেলা, বিভাগীয় পর্যায়ে ১ম,২য়,৩য় স্থান সহ জাতীয় পর্যায়েও সুনাম অর্জন করতেছে। এছাড়াও কেন্দ্রীয় বোর্ড বেফাকে হিফজ (তাকমিল) সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় প্রত্যেক বছর ১ম,২য়,৩য় স্থান সহ ১০০% মুমতাজ (A+) রেজাল্ট অর্জন করতেছে।

সমাজের গরীব, এতিম, মধ্যেবিত্ত সবাই স্বপ্ন দেখে আমার ছেলেকে মানসম্মত একটি হাফিজী মাদরাসার পড়াবো। সেখান থেকে ভালো ইয়াদ সহ আদর্শবান হাফিজ হয়ে ফারিগ হবে।

অত্র প্রতিষ্ঠানে ৩ শ্রেণির ছাত্ররা হিফজ পড়তেছে, ১। ধনী পরিবারের সন্তান, ২। মধ্যেবিত্ত পরিবারের সন্তান, ৩। গরীব ও এতিম পরিবারের সন্তান।

১। ধনী পরিবারের সন্তান মাদরাসার মাসিক আবাসিক খানা ও বেতন হার অনুযায়ী টাকা পুরাপুরি দিতে পারতেছে। ২ মধ্যেবিত্ত পরিবারের সন্তান মাদরাসার মাসিক আবাসিক খানা ও বেতন হার অনুযায়ী টাকা পুরাপুরি দিতে পারতেছে না বরং কিছু কম দিচ্ছে। ৩। গরীব ও এতিম পরিবারের সন্তান মাদরাসার মাসিক আবাসিক খানা ও বেতন হার অনুযায়ী টাকা একেবারে দিতে পারতেছে না। তাদের মাসিক আবাসিক খানা ও বেতন হার অনুযায়ী টাকা মাদরাসার গরীব ও এতিম ফান্ড থেকে ব্যয় করা হচ্ছে।

অত্র প্রতিষ্ঠানে এরকম ছাত্র বর্তমানে ১৬ জন আছে যারা গরীব ও এতিম এবং মধ্যেবিত্ত (যারা পূর্ণ টাকা দিতে পারছেনা)।

তাদের পিছনে মাসিক ব্যয় হচ্ছে ৩৫ হাজার টাকা। বছরে ব্যয় হচ্ছে: ৪ লক্ষ ২০ হাজার টাকা।

🤲 দেশ ও প্রবাসের মুমিন মুসলমান ভাই/বোনদের প্রতি আকুল আবেদন! আপনারা এই কুরআনের পাখিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাদের প্রতি এগিয়ে আসুন। তাদের প্রতি সহানুভূতি করুন। আমাদের কত টাকা কত দিকে এমনি নষ্ট হয়ে যাচ্চে। এমন হতে পারে আপনার কিছু টাকার সাহায্যের মাধ্যমে শত শত গরীব এতিম পরিবারের সন্তান হাফিজ হওয়ার সৌভাগ্য অর্জন করিবে। এতে আপনিও মহৎ কাজে শরীক হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করিবেন।

একজনজরে প্রতিষ্ঠান পরিচিতি

নাম: সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল

ঠিকানা: অগ্রণী-৯, লন্ডনী রোড, পশ্চিম সুবিদবাজার, সিলেট শহর।

প্রতিষ্ঠাতা পরিচালক: হাফিজ ক্বারী জামাদিউল ইসলাম তাসকিন

প্রতিষ্ঠা সন: ২০২৩ ইং

ছাত্র সংখ্যা: ৭০ জন। আবাসিক (বোডিং এ) ৬০ জন। অনাবাসিক ১০ জন।

শিক্ষক সংখ্যা: ৬ জন

কর্মচারী সংখ্যা: ৩ জন।

বিভাগ সমূহ: আদর্শ নাজেরা ও নুরানি বিভাগ, ইন্টা. হিফজ সবক্বী বিভাগ, ইন্টা. হিফজ রিভিশন (তাকমিল) বিভাগ। ইন্টা. হিফজ প্রতিযোগিতা বিভাগ।

শিক্ষা বোর্ড: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ড।

☎️ সার্বিক যোগাযোগ

হাফেজ ক্বারী জামাদিউল ইসলাম তাসকিন

প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক

মোবাইল: 01741696909 (Bkash Nagad personal)

মাদরাসার ব্যাংক একাউন্ট তথ্য।

Bank Account Name: Sylhet Madrasatul Huffaz international

Account Number: 2836-101-185961

Pubali Bank, PATHANTULA Branch, Sylhet

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

অবৈধ সিম বিক্রি

ফুটপাতে সিম বিক্রয়; দায় নেবে কে গ্রাহক না কোম্পানি

রিসাইকেল সিম রাস্তার পাশে টুল ছাতা নিয়ে বসে বিক্রি করা হোক কিংবা  কাস্টমার কেয়ার সেন্টার …

Powered by

Hosted By ShareWebHost