মুসলিমবিডি২৪ডটকম
কুকুরের ওয়াফাদারীর একটি অনুপম কাহিনী
─━━━━━━⊱✿⊰━━━━━━─
আমাদের জন্য প্রাণীর কাছ থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে।
জাপানের এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যখন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হতেন,
স্টেশন পর্যন্ত নিজ পালিত কুকুরটিকে সাথে নিতেন এবং কুকুরটি স্বীয় মনিবকে বিদায় দিয়ে ঘরে ফিরে আসত।
বেলা তিনটায় কুকুরটি মালিককে নিয়ে আসার জন্য পুনরায় বিশ্ববিদ্যালয়ে চলে যেত।
একবার প্রফেসর সাহেব বিশ্ববিদ্যালয়ে হার্ট এটাকের শিকার হলে তাকে হাসপাতালে নেয়া হল এবং সেখানেই মৃত্যুমুখে পতিত হলেন।
সেদিন কুকুরটি ঠিক তিনটার সময় মালিককে নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট স্থানে উপস্থিত হল।
মালিকের জন্য সন্ধ্যা পর্যন্ত সেখানে অপেক্ষা করে সে ঘরে ফিরে এল ।
পরের দিনও ঠিক তিনটায় কুকুরটি পূর্বের স্থানে মালিকের প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল।
এভাবেই দীর্ঘ নয় বছর নিয়মিত অপেক্ষা করে করে এক সময় কুকুরটি সেখানেই মারা গেল।
পরবর্তীতে প্রভুভক্তির স্বীকৃতি স্বরূপ এ কুকুরটির স্মরণে পাথর দ্বারা এর একটি ভাস্কর্য তৈরি করে সেখানেই স্থাপন করা হয়েছে।
নির্বোধ কুকুর এত বড় প্রভু ভক্তির প্রমাণ দিল। আর আমরা তো সৃষ্টির সেরা জীব মানুষ। আমরা এসব বিষয় নিয়ে চিন্তা করি কি?
উৎসঃ ঈমান জাগানিয়া কাহিনী | পৃষ্ঠা-২১
আরো পড়ুনঃ 👉কুকুরের প্রভু ভক্তির অনুপম দৃষ্টান্ত,