মুসলিমবিডি২৪.ডটকম
আলহামদুলিল্লাহ!
দীর্ঘ অপেক্ষার প্রহর গুনে অবশেষে “জামিউল উলুম বছিরমহল মাদরাসা’র” ৬৬তম বার্ষিক ইসলামি সম্মেলেন চলমান।
উক্ত মাহফিলে নসিহত পেশ করবেন
শায়খুল হাদিস আল্লাম মুফতি রশিদুর রহমান ফারুক বর্নভী দা:বা:
মাওলানা মেরাজুল হক্ব মাজহারি দা:বা:
বিশিষ্ট ক্বারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী
শায়খ আব্দুল হক্ব বানারাই
মাওলানা মুফতি মুশাহিদ কাসেমি দা:বা:
মাওলানা সাইফুল্লাহ সাদী দা:বা:
মাওলানা মু’তাসিম বিল্লাহ আতিক্বি
মুফতী ফয়জুল্লাহ নোমানী
মাওলানা উবায়দুর রহমান হুজায়ফি
মাওলানা আবুল কাসিম জিয়াদ
এছাড়াও আরো স্থানীয় উলামায়ে কেরাম নসিহত পেশ করবেন, আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের অশেষ কামিয়াবি হাসিল করুন।
“আজকের সম্মেলন সফল ও সার্থক হোক”
আত্মশুদ্ধির এই সামিয়ানায় আপনি নিজে শরিক হোন, অন্যকেও দাওয়াত দিয়ে শরিক হওয়ার সুযোগ করে দিন।
“জাযাকুমুল্লাহ”