Breaking News
Home / বিবাহ/শাদী / বিয়ের আগে করনীয় ১৫ টি পরামর্শ

বিয়ের আগে করনীয় ১৫ টি পরামর্শ

(মুসলিমবিডি24ডটকম)

বিয়ের আগে করনীয় ১৫ টি পরামর্শ

বিয়ের আগে করনীয় ১৫ টি পরামর্শ 

 

১.নিজেকে যোগ্য করে গড়ে তুলুন।

 

২.অবৈধ সম্পর্ক করে বিবাহ করার চিন্তা বাদ দিবেন এতে দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব বিস্তার করবে।

 

৩.মহান আল্লাহর কাছে নেক জীবন সঙ্গীর জন্য দোআ, সদকা অবিরত করতে থাকুন

 

৪. কাম ভাব খারাপ ভাবে মিটিয়ে না দিয়ে সঠিকভাবে পূরন করার জন্য সবর করুন

এর ফল অনেক মিষ্টি।

এই ফল তো সৌভাগ্যবান মানুষরাই পেতে পারে।

 

৫.বিয়ের সময় এবং সুযোগ থাকলে বিয়ে করে নেওয়া উত্তম।

 

৬.তাকওয়া, তাওয়াককুল নিসন্দেহে উত্তম তবে কিছু সঞ্চয় বিয়ের আগে করে রাখা ভালো

 

৭.বিয়ে সাদাসিধা করুন, সুন্নত তরিকায় করুন,স্ত্রীর দেন মোহর আদায় করুন।

 

৮.নিজে দ্বীনদার হওয়ার চেষ্টা করুন এবং দ্বীনদার সঙ্গী খুঁজুন, অনেক ঝামেলা থেকে বেঁচে যাবেন।

 

৯.আল্লাহর মোহাব্বত যার অন্তরে বেশি তাকে প্রাধান্য দিবেন।

 

১০.সহীহ নিয়ত করুন আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করুন যেন বিয়ের পরে ইবাদত বন্দেগি সহজ হয়ে যায়।

 

১১.দাম্পত্য জীবনে চলতে ফিরতে যে বিষয় জানা জরুরি টুকটাক জেনে রাখুন।

 

১২.বিশেষ কোন সমস্যা থাকলে যেমন যৌন সমস্যা দ্রুত বীর্যপাত,পর্ণ,লিঙ্গের শীতলতা, ধাতু রোগ, দাম্পত্য জীবন সুন্দর সুখময় করার জন্য কিছু জিনিস মেনে চলুন সময়মতো প্রয়োগ করুন।

 

১৩. মানসিক ও শারীরিক দুইভাবেই নিজের ফিটনেস বজায় রাখুন।

 

১৪.নিয়মিত এক্সারসাইজ অনুশীলন করুন।

 

১৫.মধু,খেজুর, বাদাম, কালোজিরা সামান্য পরিমানে খেতে থাকুন।

 

সর্বপোরি এখন থেকে দোআ করুন আল্লাহ যেন সহজ করে দেয় এবং সুন্দর ভাবে চেষ্টা করুন হয়তো কিছু না কিছু ঘটতি থাকবে এতে ভেঙে পড়া যাবে না। কোন মানুষ ই পারফেক্ট না ”

আরো পড়ুনঃ

বিবাহের সময় মেয়ে দ্বীনদার কিনা বুঝার সহজ উপায়রাসুল সাঃ এর চারের অধিক বিবাহের তাৎপর্য, ইসলাম ধর্মে বিবাহের সীমারেখা কখন নির্ধারণ করেছে, বিবাহ ও দাম্পত্য জীবন

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

বিয়ের আগে বোনেরা যে দোয়া করবেন

বিয়ের আগে বোনেরা যে দোয়া করবেন

মুসলিমবিডি২৪ডটকম বিয়ের আগে দুআ করবেন, আপনার স্বামীর মাঝে নিচের তিনটি গুণ যেন অবশ্যই থাকে। অন্যথায় …

Powered by

Hosted By ShareWebHost