(মুসলিমবিডি২৪ডটকম)

হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. সভায় চাঁদা উঠানোর ব্যাপারে বলেন: যদি কোনো সভা-সমিতি বা অন্য কোনো
মাজলিশের মধ্যে চাঁদার এলান করে বলা হয় যে, অমুক কাজের জন্যে চাঁদা তোলা হচ্ছে-চাঁদা প্রদান করুন। এমন সময় কোনো লোকের
চাঁদা দেওয়ার আন্তরিক খেয়াল না থাকলেও সে অন্য সব মানুষের দেখাদেখি চাঁদা দিতে বাধ্য হবে এবং চিন্তা করবে যে, যদি কিছু না
দেই তাহলে মান-সম্মান থাকবে না।নাক কাটা যাবে। এমতাবস্থায় সেই ব্যক্তি চাঁদা দিলেও আন্তরিক টানে দেয়নি। আর হুযুর সা.
ইরশাদ করেন: কোনো মুসলমানের মাল তার খুশি মনে দেওয়া ব্যতিত হালাল নয়। তাই এভাবে সভা সেমিনার বা অন্য কোনো
মজলিসে চাঁদা তোলা জায়েয নয়। আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুন। আমিন!!
আরও পড়ুন:-
কখন কথা বর্জন করা জায়েয
অহংকারের অপকারিতা
অহংকার কাকে বলে? এবং তা থেকে বাচাঁর পদ্ধতি কি?
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

