(মুসলিমবিডি২৪ডটকম)

নামাজের মধ্যে যতগুলো ওয়াজিব আছে, সেগুলোর কোন একটি ছুটে গেলে তার ক্ষতিপূরণ হিসাবে সাহু সিজদাহ্ ওয়াজিব হয়।
যদি সাহু সিজদাহ্ না করে তাহলে নামাজ পুনরায় দোহরানো ওয়াজিব।
যে সব কারণে সাহু সিজদাহ্ দিতে হয়
এক. নামাজের মধ্যে ভুলে কোন ওয়াজিব ছুটে গেলে। দুই. এক ওয়াজিবের স্থলে অন্য ওয়াজিব আদায় করলে। তিন. আগের ফরজ পরে আর পরের ফরজ আগে আদায় করলে।
চার. ভুল বশত দু’বার রুকু এবং তিনবার সিজদাহ্ করলে। পাঁচ. ফরজ নামাজের প্রথম ২ রাকাতে এবং সুন্নত নামাযের সকল রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা না মিলালে। ছয়. নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদের কিছু অংশ পরে ফেললে।
সাত. তাশাহুদ পড়তে বসে অন্য কিছু (ছানা,দুয়ায়ে কুনুত,সুরা ফাতেহা ইত্যাদি) পরে ফেললে। আট. সুরা ফাতিহা বা অন্য সুরা কিংবা তাশাহুদ শুরু করার পুর্বে বা পরে আটকিয়ে গিয়ে ৩ তাসবিহ পরিমান চুপ থাকলে।
নয়. বিতির নামাজে দুয়ায়ে কুনুত না পরে ভুলে রুকুতে গেলে। সাহু সিজদাহ্ ওয়াজিব হয়।
উপরে সবগুলো কারণ ছিল ভুলবশত, তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোন ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে উপরুক্ত বিষয় বুঝে আমল করার তাওফিক দান করুন।আমিন।
আরো পড়ুন👉নিয়মিত যাদের ফজরের নামাজ ছুটে যায় তাদের করনীয়,ফজরের নামাজের পর কখন ঘুমানো নিষেধ এবং কখন নিষেধ নয়,নামাজের ওয়াজিব সমুহ, নামাজ ভঙ্গের কারণসমূহ
MuslimBD24.Com Islamic blog site Bangladesh


মা শা আল্লাহ