Breaking News
Home / নামাজ / নিয়মিত যাদের ফজরের নামাজ ছুটে যায় তাদের করনীয়

নিয়মিত যাদের ফজরের নামাজ ছুটে যায় তাদের করনীয়

  1. (২৪ডটকম)নিয়মিত যাদের ফজরের নামাজ  ছুটে যায় তাদের করনীয়

যাদের ফজরের নামায নিয়মিত ছুটে যায় তাদের করণীয় সম্পর্কে

 

আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায আদায় করি। কিন্তু প্রায় সময়েই ফজরের নামায যথাসময়ে বা জামা'আতের সাথে আদায় করতে পারি না।

 

তার কারণ হল-ঘুম, দ্বিতীয়তঃ শারীরিক নাী। এখন কথা হলো- ফজরের নামায সূর্যোদয়ের পর আদায় করলে কি নিয়মে পড়তে হবে? কাযা নিয়ত করতে হবে কি?

 

 

ঘুম থেকে জাগার সাথে সাথে বা নাপাকী থেকে পবিত্র হওয়ার সাথে সাথে যদি আদায় করি (সূর্যোদয়ের পর), তাহলে কি কাযা পড়তে হবে?

 

জবাবঃ ঘুমের কারণে প্রতিদিন ফজরের নামায কাযা হবে- এটা ের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোন উযর নয়।

 

 

কারণ-ঘুম থেকে উঠার জন্য ব্য্থা গ্রহণ কোন কঠিন ব্যাপার নয়। এর জন্য উচিত যে, যাদের উঠতে কষ্ট হয়,

 

 

তারা রাত্রে একটু আগেভাগেই নিদ্রা যাবে এবং ফজরের সময় উঠার জন্য এলার্ম ঘড়ি ব্যবহার করবে বা আশে পাশের লোকজনকে ডেকে দেয়ার জন্য অনুরোধ করবে।

 

এটা অত্যন্ত দুঃখজনক যে, আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য অনেকে ে ঘুম থেকে উঠতে পারে না।

 

কিন্তু দুনিয়াবী বিশেষ দরকারে বা নিজের কলিজার টুকরা দিগকে খৃষ্টানদের স্কুলে পড়ানোর জন্য

 

ইংরেজ ও খোদার দুশমনদের হাতে পৌঁছে দিয়ে তাকে জাহান্নামে পৌঁছানোর ব্যবস্থাকে পাকাপোক্ত জন্য

 

ফজরের কয়েক ঘন্টা আগে জেগে রেডী হতেও কোন কষ্টবোধ করে না। বরং খুশী থাকে।

 

আবার অনেকে চাকুরী রক্ষার জন্য অনেক আগে ঘুম থেকে উঠে পড়ে। অনেক দূরে কোথাও যেতে যানবাহন ধরার জন্য খুব ভোরে উঠে।

 

এগুলো কিভাবে সম্ভব হয়? আল্লাহ্‌র সন্তুষ্টি কি গান্ধা দুনিয়া থেকে নিম্নমানের হয়ে গেলো?

 

নাপাকীর প্রশ্নও অনর্থক। কারণ- নামাযের ১৫/২০ মিনিট আগে উঠেও পাক হওয়া সম্ভব।

 

সুতরাং সর্বাবস্থায়ই আপনাকে ফজরের পূর্বেই উঠতে হবে এবং এর জন্য ব্যবস্থা করতে হবে।

 

সব রকম ব্যবস্থা গ্রহণ করার পরেও যদি কদাচিৎ কখনও ঘুম না ভাঙ্গে এবং সূর্যোদয়ের পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার ঘটনা ঘটে যায়,

 

তাহলে এমন পরিস্থিতিতে সূর্যোদয়ের পরে ফজরের নামায কাযা পড়ে নিবেন। ওয়াক্ত চলে যাওয়ার পর কাযা পড়া ছাড়া আর কোন ব্যবস্থা নেই।

 

(প্রমাণঃ শরীফ, ১ঃ২৩৮)ফাতাওয়ায়ে রাহমানিয়া (১ম খণ্ড),পৃষ্ঠাঃ ৩৫৮-৩৫৯,প্রকাশনায়ঃ মাাবাতুল আশরাফ।

আরো পড়ুন 👉👉  ফজরের নামাজের পর কখন ঘুমানো নিষেধ এবং কখন নিষেধ নয়, অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের নামাজের ফজিলত

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 01303721460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

নফল নামাজের গুরুত্ব ও ফায়দা

নফল নামাজের গুরুত্ব ও ফায়দা

(মুসলিমবিডি২৪ডটকম) ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এই হিসাবে পার হতে না …

Powered by

Hosted By ShareWebHost