Breaking News
Home / ইসলাম ধর্ম / খচ্চরের শরয়ী হুকুম

খচ্চরের শরয়ী হুকুম

(মুসলিমবিডি২৪ডটকম) খচ্চরের শরয়ী হুকুম

গৃহপালিত গাধা ও ঘোড়ার মিলনে জন্মগ্রহণকারী প্রাণীর গোশত খাওয়া হারাম।

হাদিস

এ ব্যাপারে হযরত জাবির রাযিঃ বলেন, হুনাইন যুদ্ধের দিন আমরা খচ্চর, গাধা ও ঘোড়া জবাই করেছি।

রাসুলুল্লাহ সাঃ আমাদের সবাইকে খচ্চর ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন। কিন্তু ঘোড়ার গোশত খেতে নিষেধ করেননি।

হারাম হওয়ার কারণ

হারাম হওয়ার আরেকটি কারণ হতে পারে খচ্চর দুই প্রাণীর মিলনে অর্থাৎ একটি হালাল ও অপরটি হারাম প্রাণীর মিলনের ফলে জন্মগ্রহণ করে।

এজন্যই হারামকেই প্রাধান্য দেওয়া হয়। কারণ, খচ্চর জন্মগ্রহণ করে বন গাধা ও হালাল ঘোড়ার মিলনে।

অন্য একটি হাদিসে আবু ওয়াকিদ বর্ণনা করেছেন, একবার কোনো এক গোত্রের খচ্চর মারা গেল।

তাদের খাবারের জন্য এ ছাড়া আর কিছুই ছিল না। তারা ব্যাপারটি নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শরনাপন্ন হলে

তিনি বললেন, তাদেরকে তা খেতে অনুমতি দেওয়া হয়েছে।

আরো পড়ুন 👇👇

মোবাইল বা টেলিফোন কিংবা চিঠির মাধ্যমে বিবাহ শাদীর হুকুম

বিয়ের কিছুদিন পর কেন নিজ স্ত্রীকে ভালো লাগেনা

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

Kegel Exercise

Kegel Exercise: নীরবে চর্চিত, গোপনে গড়া একটি জীবনের বিপ্লব

তলপেটের গভীরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলুন – Kegel ব্যায়ামে! এটি এমন এক ব্যায়াম, যা …

Powered by

Hosted By ShareWebHost