Breaking News
Home / কিয়ামত / কিয়ামতের আলামতঃ ঘরবাড়ি ডিজাইন ও সুসজ্জিত করা

কিয়ামতের আলামতঃ ঘরবাড়ি ডিজাইন ও সুসজ্জিত করা

(মুসলিমবিডি২৪ডটকম)

ঘরবাড়ি ডিজাইন ও সুসজ্জিত করা

 

অত্যধিক অপচয়, অনর্থক বিষয়ে প্রতিযোগিতা,অহংকার -এগুলো অতি-নিন্দনীয় ব্যপার।

আল্লাহ বলেন আর তোমরা সীমাতিরিক্ত ব্যায় করো না,নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না   انعام١٤١

সম্পদের আধিক্যের ফলে শেষ যামানায় মানুষ বাড়িঘর/বাংলো ডিজাইন করবে।দুয়ারে দামী চাদর ঝুলিয়ে রাখবে।

সুগন্ধিযুক্ত কাঠ দিয়ে দরজা-জানালা নির্মাণ করবে,রকমারি টাইলস লাগিয়ে ঘরের শোভা বৃদ্ধি-র চেষ্টা করবে।

হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন

কেয়ামত সংঘটিত হবে না,যতক্ষণ না মানুষ সু-বিশাল বাড়ী নির্মাণ করবে।ডোরাকাটা মহামূল্যবান চাদর দিয়ে দেয়াল সুসজ্জিত করবে।

(بخاري، الادب المفردات٧٧٧, تصحيح الباني٢٧٩)

অর্থাৎ চাদর যেমন সুন্দর ডিজাইনে বুনা হয়,দেয়াল-ও সেরকম কারুকার্যে বানানো হবে।

ঘরকে সুদর্শন করতে চাদর ঝুলানো হারাম কিছু নয়;কিন্তু এতে সিমাতিরিক্ত অপচয়,অহংকার এবং প্রতিযোগিতায় মত্ত হওয়া হারাম।

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

পরস্পর হিংসা বিদ্বেষ কিয়ামতের লক্ষন

পরস্পর হিংসা বিদ্বেষ কিয়ামতের লক্ষন

(মুসলিমবিডি২৪ডটকম) দুঃখ,কষ্ট আর ফেৎনাসমূহ পর্যায়ক্রমে আসার কারণে আত্মীয়তার সম্পর্ক ধীরে ধীরে দূর্বল হয়ে যাবে। আত্মীয়তার …

Powered by

Hosted By ShareWebHost