Breaking News
Home / কিয়ামত / কিয়ামতের আলামতঃ ব্যাপক লেখালেখি ও কলামিষ্টদের ছড়াছড়ি

কিয়ামতের আলামতঃ ব্যাপক লেখালেখি ও কলামিষ্টদের ছড়াছড়ি

(মুসলিমবিডি২৪ডটকম)

লেখালেখি ও কলামিষ্ট

আগের যুগে লেখালেখি এবং প্রচার মাধ্যম এতো ব্যাপক ছিল না।একটি গ্রন্থ প্রকাশের জন্য কত কষ্ট,কত দীর্ঘ সময় অপেক্ষা করতে হত।

কিন্তু এখন…..!প্রেক্ষাপট কত বদলে গেছে! অধিক লেখালেখি,-পুস্তক প্রকাশ এবং কলামিষ্টদের আধিক্যকে নবী কারীম স. ের নি চিহ্নিত করেছেন।

ইবনে মাস রা.থেকে বর্ণিত রাসুল সা.বলেন, কেয়ামতে পূর্বমুহূর্তে নিম্নলিখিত বিষয় গুলি অধিকহারে ঘটতে থাকবে

  1. ব্যক্তি বিশেষে সালাম করা
  2. ব্যপক ব্যবসা-বানিজ্য।এমনকি স্ত্রীও ব্যবসায় স্বামীকে করবে।
  3. আত্মীয়তার বন্ধন ছিন্নকরণ
  4. মিথ্যা সাক্ষ্য প্রদান
  5. সত্য সাক্ষ্য গোপন
  6. কলম প্রকাশ (মুসনাদে আহমদ৩৮৭০)

“কলম প্রকাশ” বলতে সম্ভবত লেখালেখি এবং অধিক হারে বই পুস্তক প্রকাশের প্রতি ইঙ্গিত করেছেন।

প্রকাশনা এবং ছাপানো জন্য অত্যাধুনিক মেশিন আবিষ্কার ও মাধ্যম সহজ হওয়ার ফলে যে কেউ চাইলেই পুস্তক প্রকাশ করতে পারবে।

এতকিছুর পরও দ্বীনী এবং ইসলামি শিক্ষায় ের মধ্যে মুর্খতা প্রকাশ পাবে।

আনাস রা.থেকে বর্ণিত রাসুল সা.বলেন কেয়ামতের নিদর্শনাবলীর মধ্যে

  1. কুরআনের জ্ঞান উঠিয়ে নেয়া
  2. (ইসলামী শিক্ষায়) ব্যাপকহারে মূর্খতা প্রকাশ পাবে
  3. (যিনা)ব্যভিচার অধিক ও ব্যাপক হবে
  4. মদ্যপান
  5. পুরুষ হ্রাস ও মহিলা বৃদ্ধি পাওয়া। একপর্যায়ে ৫০জন নারীর দায়ভার ১জন পুরুষ গ্রহণ করবে।(মুসলিম ৬৯৫৭)

উপরোক্ত নিদর্শনসমূহ সমাজে হুবহু ্তবায়িত হচ্ছে-এতে কোন সন্দেহ নেই।

দেখেও আমরা না দেখার ভান করছি।অথচ সাহাবা আজমাঈন সামান্য কিছু দেখলে কত সতর্ক হয়ে যেতেন।

মানুষকে কিয়ামত ে সচেতন করতেন।  আল্লাহ পাক আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন।আমীন।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কিয়ামতের আলামত চাপাবাজি প্রতিযোগিতা

কিয়ামতের আলামতঃ চাপাবাজি প্রতিযোগিতা

(মুসলিমবিডি২৪ডটকম) শরীয়ত সম্মত পন্থায় সম্পদ উপার্জনে দোষের কিছু নাই।জজ,উকিল,ও ব্যরিস্টারগন এ নিয়মেই বেতনভুক্ত চাকুরী করে …

Powered by

Hosted By ShareWebHost