(মুসলিমবিডি২৪ডটকম)

প্রশ্নঃ ভ্রু প্লাক করা যায়েয?
চেহেরার সুন্দর্য বৃদ্ধি করার জন্য চোখের উপরের কিছু ভ্রু তুলে ফেলাকে ভ্রু প্লাক বলা হয় ৷
ইসলামে ভ্রু প্লাক করা সম্পূর্ণ হারাম।
পাশাপাশি এটা আল্লাহর অভিসাপের মাধ্যম। হাদিস শরীফে এসেছে,
عَنْ عَبْدِ اللَّهِ، لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ، وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ،
الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى، مَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ فِي كِتَابِ اللَّهِ (وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ)
অর্থ: হযরত আবদুল্লাহ (ইবনু মাস‘ঊদ) (রাঃ) হতে বর্ণিত।
আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সে সব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কণ করে এবং যারা অঙ্কণ করায়,
আর সে সব নারীদর উপর যারা চুল,
ভ্রূ তুলে ফেলে এবং সে সব নারীদের উপর যারা সৌন্দর্যের জন্যে সম্মুখের দাঁত কেটে সরু করে,
দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে, যা আল্লার সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।
রাবী বলেনঃ আমি কেন তার উপর অভিশাপ করব না, যাকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন?
আর আল্লাহর কিতাবে আছেঃ রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ কর।’’ (সূরাহ আল-হাশর (৫৯ঃ৭)
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৫৭৪৩ মুসলিম:২১২৫
উত্তর প্রদান করেছেন
মুফতী রিজওয়ান রফিকী পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

