(মুসলিমবিডি২৪ ডটকম) নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের হাজারো প্রাইভেট হিফজ মাদরাসা সমূহের বাড়ি ভাড়া মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
করেছেন জাতীয় প্রাইভেট মাদরাসা হিফজ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বুধবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বোর্ড কর্তৃপক্ষ এ আবেদন জানান।
এতে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে, দেশের প্রাইভেট হিফজ মাদরাসাগুলো ছাত্রদের বেতনের মাধ্যমে পরিচালিত হয়।
বর্তমান সময়ে মাদরাসা বন্ধ থাকার কারণে অর্থ আয়ের পথ বন্ধ রয়েছে। তাই আপনি বাড়ির মালিকদেরকে ভাড়া মওকুফের জন্য নির্দেশ দিন।
তারা আরও বলেন, আমরা জানি আপনার একটি ঘোষণাই পারে ভাড়ায় চালিত দেশের হাজারো ছোট ছোট হাফেজী প্রাইভেট মাদরাসাগুলো সুন্দরভাবে টিকে থাকতে।
দীর্ঘ দিন মাদরাসা বন্ধ থাকার কারণে অধিকাংশ মাদরাসা প্রধানগণ ভাড়া দিতে অক্ষম। মাদরাসা কর্তৃপক্ষ স্টাফ এবং শিক্ষকদের বেতন ভাতা দিতেই হিমশিম খাচ্ছে।
শিক্ষকদের বেতন না দিলে তারা চলতে পারবে না। তাই ভাড়াটা মওকুফ হলে শিক্ষকদের দাবি পূরন হয় সাথে সাথে মাদরাসার সমস্যাও সমাধান হয়।
এ সমস্ত হাফেজী মাদরাসাগুলো সরকারের সহযোগিতা বা সাধারণ মানুষের দান সদকা ছাড়া পরিচালিত হয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে তারা আরও উল্লেখ করেন, আমরা আশা করছি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই ভয়াবহতায় বাড়ির মালিকগণ সহায়তার হাত প্রসারিত করবেন।
তারা মনে করেন, একে অপরের পাশে দাঁড়ানো ছাড়া এ দুর্যোগ মোকাবেলা করা কঠিন।
আল্লাহ তায়ালা যেন আপনাদেরকে এ দুর্যোগে হাফেজে কুরআনদের পাশে থাকার তাওফিক দান করেন এবং বাংলাদেশসহ সারা বিশ্বকে করোনা ভাইরাসের এই মহামারি থেকে হেফাজত করেন আমিন।
সূত্র: আমারসংবাদ নিউজ
MuslimBD24.Com Islamic blog site Bangladesh


