(মুসলিমবিডি২৪ ডটকম)
সদকায়ে ফিতরের পরিমাণ হলো, গম, আটা বা ছাতু হলে আধা ছা’ (একসের তের ছটাক) এবং খেজুর বা যব হলে এক ছা ‘ (পৌনে চার সের)।
ইমাম আযম (রহ.) এর মতে কিসমিস গমের অনুরূপ এবং সাহেবাইনের মতে যবের অনুরূপ (অর্থাৎ তাদের মতে এক ছা’ কিসমিস ওয়াজিব হবে)।
ইমাম আযম (রহ.) এর মতে উল্লেখিত চার প্রকারের মালের দ্বারাই ফিতরা আদায় করতে হবে।
এছাড়া অন্য কোন জিনিস দ্বারা যদি কেউ ফিতরা আদায় করতে চায়,
তাহলে উল্লেখিত চার প্রকারের কোন একটির মূল্যের সমপরিমাণ আদায় করতে হবে।
যেমন- যদি কেউ চাউল দ্বারা ফিতরা আদায় করতে চায়,
তাহলে এ পরিমাণ চাউল আদায় করতে হবে যার মূল্য আধা ছা’এর(একসের তের ছটাক) বরাবর হয়।
আর ইমাম শাফেয়ী (রহ.)- এর মতে পানির দ্বারাও ফিতরা আদায় করা যাবে।
ছা’ এর পরিমাণ কতটুকু
ছা’ এমন একটি পাত্র যা মসুর ডাল, মাসকালাই বা এ জাতীয় শষ্যের আট রেতেল ধারণ ক্ষমতা সম্পন্ন। বিশ আস্তারে এক রেতেল।
প্রতি আস্তারে সাড়ে চার মেসকাল। এ হিসেবে (লেখক জীবদ্দশায়) এক রেতেলের ওজন হচ্ছে দিল্লির প্রচলিত মুদ্রার ছত্রিশ (কাচা) টাকার সমান।
সদকা ফিতরের ক্ষেত্রে শস্যের পরিবর্তে তার মূল্য আদায় করা জায়েজ।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh


