আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ! 🤲
- ♦️সিলেট জেলায় ১৫ পারা গ্রুপে #২য়_স্থান অর্জন!
পুরস্কার নগদ ৮০০০ হাজার টাকা ও ৩০ পারা গ্রুপে #৯ম_স্থান অর্জন।

➡️ আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে, খিদমাতুল উম্মাহ যুব সমাজ পরিষদ দত্তগ্রাম, চারখাই, বিয়ানীবাজার এর উদ্যোগে আয়োজিত #সিলেট_জেলা ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায়,,
সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল এর কৃতি ছাত্ররা ১৫ পারা গ্রুপে #২য়_স্থান অর্জন করে নগদ ৮.০০০ (আট হাজার) টাকা পুরস্কার পেয়েছে ও ৩০ পারা গ্রুপে ৯ম স্থান অর্জন করে মাদরাসার সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
🤲 আল্লাহ তায়ালা যেন এই প্রতিষ্ঠান কে কুরআনের মারকাজ হিসেবে কবুল ও মঞ্জুর করেন।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

