(মুসলিমবিডি২৪ডটকম)

জিজ্ঞাসা: আজকাল অনেক মানুষকে দেখা যায় যে, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় চলে যান, অনেকে
আবার সেজদা থেকে পুরোপুরি না বসে আবার দ্বিতীয় সেজদায় চলে যান, তাদের নামাজ সঠিক হবে কি না?
সমাধান: রুকু থেকে ওঠে সোজা হয়ে দাঁড়ানো এবং সেজদা থেকে সোজা
হয়ে বসা নির্ভরযোগ্য মতানুসারে ওয়াজিব। সুতরাং ওয়াজিব ছাড়ার কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয়ে
যাবে। সেজদায়ে সাহু না করলে ওয়াক্তের ভেতরে নামাজ আবার পড়তে হবে। আমরা অনেকে এ ব্যাপারে অনেক
গাফলতি করে থাকি। বিষয়টির প্রতি লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। (ফাতাওয়ায়ে শামী- ১/৪৩৩, হিন্দিয়া- ১/১২৭,
ফতহুল ক্বাদির -১/৩০৮, আহসানুল ফাতাওয়া- ৩/২১)
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

