(মুসলীমবিডি২৪ডটকম)

আসসালামু আলাইকুম
আগামী কাল ১৬-৬-২৪ রবিবার (৯ই জিলহজ্জ কোরবানির ঈদের আগের দিন) ফজর থেকে ২০ই জুন বৃহস্পতিবার (১৩ই জিলহজ্জ) আসর পর্যন্ত
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পর এই “তাকবিরে-তাশরিক” (একা অথবা জামাতে যেভাবেই হোক সালাম ফিরিয়ে) আওয়াজ করে পড়বেন।
তাকবিরে-তাশরিক একবার পড়া ওয়াজিব তিনবার পড়া অতি উত্তম।
তাকবিরে তাশরিক হচ্ছে এই
اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَ اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر وَ للهِ الْحَمْد
আল্লাহু আকবার আল্লাহু আকবার,লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
তাকাবিরে তাশরিকের অর্থ :-
১. আল্লাহু আকবার,আল্লাহু আকবার আল্লাহ মহান,আল্লাহ মহান।
২.লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার – আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন (ইলাহ) মাবুদ নেই।
৩.আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
তাকবীরে তাশরীকের ইতিহাস
হযরত ইবরাহীম (আলাইহিস সালাম) যখন নিজের প্রিয়পুত্র (হযরত) ইসমাঈল কে
কুরবানী দেওয়ার জন্য মক্কার সাবীর নামক পাহাড়ের নিচে পৌঁছলেন,
অতঃপর তাঁর গলায় ছুরি চালাতে গেলেন, ঠিক সেই মুহূর্তে জিবরাঈল ( আমিন আলাইহিস সালাম) আসমান থেকে
একটি দুম্বা নিয়ে হাযির হলেন এবং পিতা-পুত্রের কুরবানীর এই দৃশ্য দেখে বলে উঠেছিলেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জিবরাঈলের আওয়াজ শুনে ইবরাহীম (আলাইহিস সালাম) উত্তরে বলেছিলেন: লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার।
অতঃপর ইসমাঈল আলাইহিস সালাম আসমানী দুম্বা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছিলেন: আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এই বাক্যগুলি আল্লাহ তায়ালা এতটা পছন্দ করেছিলেন যে, তারপর থেকে যত নবী পৃথিবীতে এসেছিলেন
সকলকে এই তাকবীর পড়ার আদেশ দিয়েছিলেন এবং কুরবানী করতে বলেছিলেন।
অবশেষে সেই স্মৃতিকে বহাল রাখার জন্য সর্বশেষ নবী মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে
এবং তাঁর উম্মতদেরকেও এই তাকবীর পড়ার নির্দেশ দিলেন। এটাই হল তাকবীরে তাশরীকের ইতিহাস।
সূত্র:
সহীহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দীন আইনী (রহঃ) এর লেখা ‘আল বিনায়াহ’ কিতাবের তৃতীয় খণ্ডের ১৩০ পৃষ্ঠা।
লেখক: মনোয়ার রহমান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ????7872115887 খুব দরকার থাকলে ফোন করবেন।
এই সম্পর্কে লেখকের আরো আর্টিকেল পড়ুন: কুরবানী সংক্রান্ত ২৪টি দলিলসহ প্রশ্নের উত্তর , জিলহজ্ব মাসের প্রথম দশ দিনের ফযীলতপূর্ণ কিছু আমাল
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

