Breaking News
Home / ইসলামিক নিউজ / দারুল উলূম ঢাকা এর উলুমুল হাদীস বিভাগে সীমিত আসনে ভর্তি চলছে

দারুল উলূম ঢাকা এর উলুমুল হাদীস বিভাগে সীমিত আসনে ভর্তি চলছে

মুসলিমবিডি২৪ডটকম

দারুল উলূম ঢাকা

ভারতের দারুল উলূম দেওবন্দ ও বাংলাদেশের নির্ভরযোগ্য শিক্ষা কেন্দ্রের নেসাব ও মানহাজের সমন্বয়ে,

ইলমে হাদীসে মাহির আসাতিযায়ে কেরামের সার্বিক তত্তাবধানে,কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে

সার্বক্ষণিক অধ্যয়ন ও গবেষণার জন্য সমৃদ্ধ কুতুবখানা বিশিষ্ট রাজধানী ঢাকার মিরপুর-১৩ -এর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান

দারুল উলুম ঢাকায় ১৪৪৫-৪৬ হিজরী (২০২৪-২৫ ইং) শিক্ষাবর্ষে উলুমুল হাদিস বিভাগে সীমিত সংখ্যক মেধাবী, মেহনতী, ফন্নে হাদিসে আগ্রহী তালিবুল ইলম ভর্তি করা হবে।

সে লক্ষ্যে আগামী ৭-৮ শাওয়াল ফরম বিতরণ ও ৯ শাওয়াল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

 

 দাওরা‍য়ে হাদিসে নূন্যতম প্ৰথম বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীরা ‘ফাতহুল বারী-১ম খণ্ড ও নুখবাতুল ফিকারে’র লিখিত এবং উন্মুক্ত বিষয়ে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে পারবে।

দারুল উলুম ঢাকা
দারুল উলূম ঢাকা এর ক্যাম্পাস

জামিয়ার প্রিন্সিপাল মুফতি রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ দা.বা. বলেন,

জামিআর কিতাব বিভাগ (ইবতেদায়ী থেকে তাকমীল পর্যন্ত), ইফ্তা বিভাগ (এক বছর মেয়াদী) এবং নূরানী ও হিফ্জ বিভাগের ভর্তি কার্যক্রম ৮-১০ শাওয়াল পর্যন্ত কোটা সাপেক্ষে চলবে ইনশাআল্লাহ।

 

উল্লেখ্য যে, অত্র প্রতিষ্ঠান থেকে বেফাক ও হাইয়াতুল উলইয়া এর কেন্দ্রীয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারীর পবিত্র উমরা পালনের ব্যবস্থা করা হয়।

এছাড়া সকল মারহালায় বোর্ডে সিরিয়াল অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কৃত করা হয়।

 

 

যাতায়াত : ঢাকার যে কোন স্থান থেকে মিরপুর-১০ গোল চক্কর নেমে পূর্বদিকে (মিরপুর-১৩ নং কেন্দ্রীয় মসজিদ ও দারুল উলূম ঢাকা কমপ্লেক্স)।

 

যোগাযোগ : 01715963350 (মুহতামিম সাহেব), 01721099740, 01987402585, 01916942300

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না

আল্লাহ জালিমকে ছাড় দেন ছেড়ে দেন না

মুসলিমবিডি২৪ডটকম আল্লাহ জা লি মদের ছাড় দিলেও ছেড়ে যে দেন না, এর অন্যতম প্রমাণ দেখা …

Powered by

Hosted By ShareWebHost