Breaking News
Home / ইসলাম ধর্ম / রামাদ্বান এর প্রস্তুতি

রামাদ্বান এর প্রস্তুতি

রামাদ্বান এর প্রস্তুতি
রামাদ্বান এর প্রস্তুতি

মাহে রমজনের জন্য অতি প্রয়োজনীয় ৮টি প্রস্তুতি

১) রোজার মাসে কিভাবে বেশি বেশি ইবাদত বন্দেগি করা যায় সেজন্য অগ্রিম পরিকল্পনা করে রাখা।

২) মাহে রমজানের সমস্ত রোজাগুলো সুস্থ শরীরে রাখা এবং রাত গুলি বেশি বেশি এবাদাতে কাটানোর জন্য
জন্য দোয়া করা।

৩) গত বছরের কাজা রোজা থাকলে (যদি সম্ভব হয়) আদায় করে নেওয়া।

৪) রোজা রাখতে সমস্যা হবে এমম কিছু অসুবিধা থাকলে সেগুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা।

৫) রোজার মাসয়ালা-মাসায়েল ও রমজানের ফজিলত সংক্রান্ত বেশি বেশি জ্ঞান অর্জন করা।

৬) মাহে রমজানে তেলাওয়াতের জন্য এখন থেকেই কুরআন তেলাওয়াতের অভ্যাস করা।

৭) মাহে রমজানে (কুরআন সুন্নাহ ভিত্তিক) জ্ঞান অর্জনের জন্য কিছু কিতাব পত্র অথবা মোবাইলে PDF, APK, সংগ্রহ করা।

৮) রোজার মাসে মোবাইল দ্বারা বেশি বেশি নেক কাজ করা

এবং ইসলাম বিরোধী অডিও ভিডিও লেখনি থেকে সম্পূর্ণ দূরে থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাওয়া সহ নিয়ত করা।

মাহে রমজান সহ কুরআন সুন্নাহ ভিত্তিক আরও কিছু জানার থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন 7872115887

About Anis Islam

সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান। যারা আহব্বানে নির্বিক,নির্ভয়ে সব করে দান।

Check Also

শিরক

শিরক কত প্রকার ও কি কি

শিরক কত প্রকার ও কি কি  ২য়-পর্ব আল্লাহ তাআলা খ্রিস্টানদের ব্যাপারে বলেছেন:- তারা আল্লাহ ব্যতিরেকে …

Powered by

Hosted By ShareWebHost