Home / ইসলাম ধর্ম / কিভাবে চাইবেন পরম করুণাময়ের নিকট

কিভাবে চাইবেন পরম করুণাময়ের নিকট

মুসলিমবিডি২৪ডটকম

কিভাবে চাইবেন পরম করুনময় এর নিকট

হে আল্লাহ….

আমি জানিনা কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন। আমি জানিনা কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন।

আমি জানিনা কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন। আমি জানিনা কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন।

কিন্তু আপনিতো আপনার গুনা’হগার বান্দার অন্তরের খবর জানেন। ইয়া রব- আপনিতো অন্তরটাই দেখেন এবং আপনিতো বলেছেন

“তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো”.. “তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করবো।”

আপনিই তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন। আমি অযোগ্য , আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন।

আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি ছাড়াও আপনার অনেক উত্তম বান্দা আছে।

কিন্তু আপনি ছাড়া আমার কোনো রব নাই। আমার আবদার করার মতো, চাওয়ার মতো, ডাকার মতো আর কেউ নেই।

ইয়া রব- আমি দূর্বল মানুষ। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি তার উপযুক্ত নয়। আমার জন্য পরীক্ষা সহজ করে দিন! আমীন ইয়া রব।

 


দোয়া প্রত্যাশায়:   মোহাম্মদ আব্দুল্লাহ আফজাল।  ডিরেক্টর মুসলিমবিডি২৪ডটকম

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

সকল কাজে আলহামদুলিল্লাহ

সকল কাজে আলহামদুলিল্লাহ

(মুসলিমবিডি২৪ডটকম) সুখে-দুঃখে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিৎ। সুখের কাজে আল্লাহর শুকরিয়া আদায় করার …

Powered by

Hosted By ShareWebHost