মুসলিমবিডি২৪ডটকম
হে আল্লাহ….
আমি জানিনা কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন। আমি জানিনা কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন।
আমি জানিনা কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন। আমি জানিনা কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন।
কিন্তু আপনিতো আপনার গুনা’হগার বান্দার অন্তরের খবর জানেন। ইয়া রব- আপনিতো অন্তরটাই দেখেন এবং আপনিতো বলেছেন
“তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো”.. “তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করবো।”
আপনিই তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন। আমি অযোগ্য , আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন।
আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি ছাড়াও আপনার অনেক উত্তম বান্দা আছে।
কিন্তু আপনি ছাড়া আমার কোনো রব নাই। আমার আবদার করার মতো, চাওয়ার মতো, ডাকার মতো আর কেউ নেই।
ইয়া রব- আমি দূর্বল মানুষ। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি তার উপযুক্ত নয়। আমার জন্য পরীক্ষা সহজ করে দিন! আমীন ইয়া রব।
দোয়া প্রত্যাশায়: মোহাম্মদ আব্দুল্লাহ আফজাল। ডিরেক্টর মুসলিমবিডি২৪ডটকম