Breaking News
Home / ইসলাম ধর্ম / যে পদ্ধতিতে সংসার নিয়ন্ত্রণ করলে দুনিয়াতে পাওয়া যাবে জান্নাতের ছোঁয়া

যে পদ্ধতিতে সংসার নিয়ন্ত্রণ করলে দুনিয়াতে পাওয়া যাবে জান্নাতের ছোঁয়া

বিডি২৪ডটকম

যে পদ্ধতিতে সংসার নিয়ন্ত্রন করবেন

বিবাহের সময় কোন কাঁদে না,ছেলের কাঁদে না।

 

কেন কাঁদে না? কারণ ছেলে বিবাহের মাধ্যমে কোন কিছু হারায় না,বরং অর্জন করে।তাই তাদের মুখে থাকে অর্জনের হাসি, প্রাপ্তির তৃপ্তি।

 

বিবাহের আসরে কাঁদে শুধু মেয়ে আর মেয়ের মা বাবা।কেন কাঁদে একটি মেয়ে?

 

কারণ তাকে সবকিছু হারাতে হয়,সবকিছু ত্যাগ করতে হয়,মা বাবা কে ছেড়ে আসতে হয়,শৈশবের সব স্মৃতি মুছে ফেলতে হয়।

 

একটি মেয়ের ে এটি অনেক বড় আঘাত। এ যেন একটি ছোট্ট ের চারাকে

শিকড়শুদ্ধ উপড়ে ফেলে বহু দূরে ভিন্ন পরিবেশে নতুন মাটিতে এনে রুপন করা।

বাকি জীবন এই মাটি থেকে রস আহর করে বেচেঁ থাকতে হবে।

হিন্দিতে বলে “আওরত কি ডোলি যাহা উত্যরাতি হ্যয়, উসকি আর্থী ওহী সে উটতি হ্যয়”

অর্থাৎ মেয়েদের পালকি যেখানে ে সেখান থেকে তাদের জানাযা উটে।

কতবড় নির্মম সত্য এটা। তোমার স্ত্রী রূপে আসা মেয়েটির জখমী দিলে তাসাল্লির মরহম তোমাকেই দিতে হবে।

এক মাটি থেকে উপরে এনে অন্য মাটিতে রোপণ করা চারা গাছ থেকে দু দিন পরে ফল দাবি করা কতটা নিষ্টুরতা।

ফল পেতে হলে তোমাকে ধৈর্য্য ধরতে হবে। চারা গাছটির পরিচর্চা করতে হবে।

ধীরে ধীরে শিকড় যখন মাটিতে বে এবং মাটি থেকে রস সংগ্রহ করার উপযোগী হবে তখন ফল তোমাকে চাইতে হবে না,সজীব বৃক্ষ নিজ থেকে ফল দিতে শুরু করবে।

তো মায়ের মন তোমাকেই রক্ষা করতে হবে,আবার স্ত্রীর মনোরঞ্জন তোমাকেই করতে হবে।

সবদিক সবদিক সামাল দিয়ে চলতে হবে। কত কঠিন দায়িত্ব।

অথচ শিক্ষাঙ্গনে বা গৃহপ্রাঙ্গণে কোথাও এই বিষয়ে শিক্ষার কোন ব্যবস্থা নেই।

তোমার কথা দ্বারা,আচরণ দ্বারা বাবা মা'কে বোঝাতে হবে আমি আপনাদের ছিলাম,আপনাদের আছি, থাকবো।

আপা আমার প্রাণ,আপনাদের সাথেই আমার নাড়ীর টান।

অপর দিকে স্ত্রীকে বোঝাতে হবে ,এই সংসার সমুদ্রে তুমি একা নও,

আমি তোমার পাশে আছি। এই পথে চলতে আমারও অনেক কষ্ট হবে তোমারও অনেক কষ্ট হবে।

সীমাহীন ধৈর্য রাখতে হবে। আমার পাশে তুমি আছো তোমার পাশে আমি আছি।

আমার কষ্টের সান্ত্বনা তুমি তোমার কষ্টের সান্ত্বনা আমি।

আমরা ের কষ্ট হয়তো দূর করতে পারব না তবে অনুভব করতে পারব।

আল্লাহর কসম! এমন কোন নারী হৃদয় নেই যা এমন কোমল সান্ত্বনায় বিগলিত হবে না।

এই পদ্ধতিতে সংসার নিয়ন্ত্রণ করলে দুনিয়াতে পাওয়া যাবে জান্নাতের ছোঁয়া।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ?MD AFJALツ ফলো করুন।

Check Also

রামাদ্বান এর প্রস্তুতি

রামাদ্বান এর প্রস্তুতি

মাহে রমজনের জন্য অতি প্রয়োজনীয় ৮টি প্রস্তুতি ১) রোজার মাসে কিভাবে বেশি বেশি ইবাদত বন্দেগি …

Powered by

Hosted By ShareWebHost