Breaking News
Home / আল হাদীস / দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত

দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত

(বিডি২৪ডটকম)

দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত

দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত, এই ব্যাপারে মতবিরোধ করলেও দাড়ি রাখা ওয়াজিব সেটাই গ্রহণযোগ্য বক্তব্য।

করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম ধরে রেখেছেন বলেই ইহা নবীজির সুন্নত বলে ত্ব কমিয়ে দেয়ার কোনো সুযোগ নেই,

কেননা নবীজি সাঃ দাড়ি নিজে রেখেছেন এবং তা রাখার জন্য নির্দেশ ও দিয়েছেন।

আরো পড়ুনঃ  দাড়ি রাখার বৈজ্ঞানিক উপকারিতা

আর তায়ালা যেমন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তেমনি ফরজ বা ওয়াজিব করেন।

তার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো নিজের কল্পনা প্রসূত কোন কথা বলতেন না।

আল্লাহ তাআলার নিকট হতে যা অহি করতেন তিনি তাই বলতেন وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى

তাছাড়া নবী সাঃ দাড়ির বিষয়ে যে সকল আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন,

তার বিপরীতে এমন কোন হাদিস খুঁজে পাওয়া যাবে না যা দ্বারা দাড়ি কে সুন্নত বা মুস্তাহাব সাব্যস্ত করা যাবে।

আরো পড়ুনঃ দাড়ি না রাখার অপকারিতা 

তিরমিজি শরিফের একটি হাদিসে বলা হয়েছে,  كان ياخذ من لحيته من عرضها طولها. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৈর্ঘ্য ও প্রস্তর দিক থেকে তার দাড়ি কাটতেন,

এই হাদিসটি মৌজু বা জাল করার কোন ভিত্তি নেই, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ টি বর্ণনা করার পর নিজেই একতার প্রতি ইঙ্গিত করেছেন।

আরো পড়ুনঃ  সাদা দাড়ি ওয়ালা মানুষ জাহান্নামে যাবে না

ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, দাড়ি মুন্ডন করা হারাম। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন,

দাড়ি মুন্ডানো উঠানো বা কর্তন করা কোনটাই জায়েজ নেই।

শায়খ বিন  বাজ রহিমাহুল্লাহ বলেন, দাড়িকে সংরক্ষণ করা, পরিপূর্ণ রাখা ও তা ছেড়ে দেয়া ফরজ।

ফরজের প্রতি অবহেলা করা জায়েজ নয়

শেখ ইবনে উসাইমীন রাহিমুল্লাহ বলেন, দাড়ি রাখা ওয়াজিব উহা মণ্ডন করা হারাম বা কবিরা

প্রসিদ্ধ চার মাযহাবের ফিকাহাবিদগণ ও দাড়ি ছেড়ে দেয়া ওয়াজিব কেটে ফেলা কি হারাম বলে মত পোষণ করছেন।

দাড়ি মুন্ডন করা হারাম হওয়ার দলিল

আল্লাহতালা পবিত্র ে কারীমের মধ্যে এরশাদ করেন ولا امرنهم فليغيرن خلق الله (শয়তান বলে)

আমি অবশ্যই তাদেরকে আদেশ করবো তারা তখন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিবে।

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ?MD AFJALツ ফলো করুন।

Check Also

সুরা ওয়াকিয়ার ফজিলত

সুরা ওয়াকিয়ার ফজিলত

(মুসলিমবিডি২৪ডটকম) সুরা ওয়াকিয়ার ফজিলত হযরত ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, …

Powered by

Hosted By ShareWebHost