Breaking News
Home / ইসলাম ধর্ম / সুন্নাহ পদ্ধতিতে নখ কাটুন

সুন্নাহ পদ্ধতিতে নখ কাটুন

(মুলিমবিডি24ডটকম)

সুন্নত তরিকায় নখ কাটা

প্রতিটা মানুষকেই সুস্থতা ও পবিত্রতা অর্জনের জন্য কাটতে হয়।

আসুন আমরা এই নখ (যার জন্য আল্লাহ এই দুনিয়া তৈরি করেছেন সেই র দেখানো নিয়ম অনুযায়ী)

সুন্নত তরিকায় কাটার নিয়মটা জেনে নেই।

কেননা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন

لقد كان لكم في رسول لله اسوة حسنة

তরজমা: অবশ্যই তোমাদের জন্য সাঃ এর নিকট উত্তম আদর্শ রয়েছে।

কবি বলেন সুন্নত মত জিন্দেগি সবই তোমার

সুতরাং আমাদের জন্য ইহকালীন ও পরকালীন সকল ে প্রিয় নবী মোহাম্মদ সাঃ এর সুন্নতকে ফলো করা জরুরী।

নখ কাটার সুন্নত 

সপ্তাহে একবার,সম্ভব হলে জুম্মার দিন,

দুই হাত ের আকৃতিতে ধরে ডান হাতের শাহা আঙ্গুল থেকে

শুরু করে বাম হাতের বৃদ্ধাঙ্গলে  যেয়ে নখ কাটা শেষ করবেন।

 

পায়ের নখ কাটার ক্ষেত্রে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে যেয়ে শেষ করবেন।

এই সুন্নতগুলি  সনদ (তথ্য) সহ জেনে নিন

এক. সপ্তাহে একবার নখ কাটা।

কিতাব: শরহুস্‌ সুন্নাহ, হাদীস নং: ৩০৯০

দুই. শুক্রবার জুমু‘আর নামাযে যাওয়ার আগে নখ কাটা।

কিতাব: শরহুস্‌ সুন্নাহ, হাদীস নং: ৩০৯১

তিন.  ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে (ধারাবাহিকভাবে)

বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা। তারপর ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলীর নখ কাটা।

কিতাব:ফাতাওয়ায়ে শামী- ৬ : ৪০৬ ও ফাতাওয়ায়ে আলমগীরী, ৫ : ৩৫৮

চার. ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ কেটে শেষ করা।

কিতাব: ফাতাওয়ায়ে শামী, ৬ : ৪০৬

এ ব্যাপারে আরও কিছু জানার অথবা লেখক কে জানানোর থাকলে +917872115887 WhatsApp এ যোগাযোগ করুন।

লেখক: মাওঃ মনোয়ার রহমান  ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ?MD AFJALツ ফলো করুন।

Check Also

ইতিহাসের সাহসী নারী

অতীত ও বর্তমান সময়ের ছয় ঈমানদার বাঘিনী নারী এবং তাদের স্মরণে বর্তমান নারী সমাজের উদ্দেশ্যে …

Powered by

Hosted By ShareWebHost