(মুসলিমবিডি২৪ডটকম)
এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসিয়া আরজ করলেন যে, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম! কেয়ামত কখন আসবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করিয়াছ? যে
উহার অপেক্ষা করিতেছ! তিনি আরজ করলেন :- ইয়া রাসলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অধিক পরিমাণে নামাজ, রোজা, সাদকা তো
তৈয়ার করিয়া রাখি নাই তবে আল্লাহ ও তাহার রাসূলের মহব্বত আমার অন্তরে রহিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন
কেয়ামতের দিন তুমি তাহার সহিত থাকিবে যাহার সহিত তুমি মহব্বত রাখিয়াছ।