Breaking News
Home / ইসলাম ধর্ম / থার্টি ফাস্ট নাইট কেন পালন করবেন

থার্টি ফাস্ট নাইট কেন পালন করবেন

(মুসলিমবিডি২৪ডটকম)

থার্টফার্স্ট নাইট

প্রিয় ভাই , েদিন রাত বারোটায় যখন তুমি বাড়ির ছাদ থেকে আকাশে ‘ টাকা ‘ ওড়াচ্ছিলে ;

বরং পোড়াচ্ছিলে , ঠিক তখন হয়তো তোমার বাড়ির নিচে পথের ধারে শুয়ে থাকা কোনো বনী আদম একটু কাপড়ের অভাবে শীতে কাঁপছিল !

তোমার ওড়ানো ফানু দেখে ফুটপাতের অসহায় মাকে ক্ষুধাকাতর জিজ্ঞে করেছে ,

আকাশে কিের আগুন , মা ? তুমি স্বাধীন মানুষ । আনন্দ – উল্লাস করতেই পারো ।

তাই বলে কোনো অর্জন বা যৌক্তিক উপলক্ষ ছাড়াই আকাশে ‘ টাকা ’ পোড়াবে ? নতুন বছরের আগমন যদি আনন্দের উপলক্ষ্য হয় , তবে বছরের বিদায় কি বিষাদের কারণ নয় ?

তুমি কি কখনো বছরের বিদায়ে কেঁদেছো ? আমাকে উত্তর দিতে না । একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখো প্লিজ ।

জীবন একটাই । েটাকে হেঁয়ালিপনায় নষ্ট না করে এসো সুন্দরের পথে , কল্যাণের পথে ।

রবের কাছে একদিন দাঁড়িয়ে হিেব দিতে জীবনের প্রতিটি ছোটবড় ের জীবন এতো মূল্যহীন বস্তু নয় যে ,

জীবনের মূল্যবান মুহূর্তগুলো তুচ্ছাতিতুচ্ছ বরং অনর্থক কাজে নষ্ট করবে ! শায়খ আহমাদুল্লাহ।

Why observe thirty fast nights, ক্রাউন মহুয়া বোরকা,সুন্নতি অরিজিনাল বোরকা ফুল সেট, মুহাজিরিন সেট, স্বল্পমূল্যে আকর্ষণীয় “ট্রিমার” লুফে নিন!!!,

About আবদুল্লাহ আফজাল

আমি মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল ২০১২ সনে হিফজ সম্পন্ন করি। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স)সম্পন্ন করি ২০২০ সনে। ইসলাম সম্পর্কে জানতে ও জানাতে পছন্দ করি তাই; Muslimbd24.comকে মাধ্যম হিসাবে ব্যবহার করি। এবং দৈনিক ইসলামী বিভিন্ন লিখা সেখানে প্রকাশ করি। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার:০১৩০৩৭২১৪৬০ ইমেইল:hafijafjal601@gmail.com আমার সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

রজবে রাসূল সাঃ এর আমল

রজব মাসে নবীজির আমল

(মুসলিম বিডি২৪ডটকম) আরবি মাসের সপ্তম মাস রজব মাস” পূর্ণ নাম রজব আল মুরাজ্জাব  সম্ভ্রান্ত, প্রাচুর্যময়, মহান …

Powered by

Hosted By ShareWebHost