(মুসলিমবিডি২৪ডটকম)
প্রিয় ভাই , সেদিন রাত বারোটায় যখন তুমি বাড়ির ছাদ থেকে আকাশে ‘ টাকা ‘ ওড়াচ্ছিলে ;
বরং পোড়াচ্ছিলে , ঠিক তখন হয়তো তোমার বাড়ির নিচে পথের ধারে শুয়ে থাকা কোনো বনী আদম একটু কাপড়ের অভাবে শীতে কাঁপছিল !
তোমার ওড়ানো ফানুস দেখে ফুটপাতের অসহায় মাকে ক্ষুধাকাতর শিশু জিজ্ঞেস করেছে ,
আকাশে কিসের আগুন , মা ? তুমি স্বাধীন মানুষ । আনন্দ – উল্লাস করতেই পারো ।
তাই বলে কোনো অর্জন বা যৌক্তিক উপলক্ষ ছাড়াই আকাশে ‘ টাকা ’ পোড়াবে ? নতুন বছরের আগমন যদি আনন্দের উপলক্ষ্য হয় , তবে বছরের বিদায় কি বিষাদের কারণ নয় ?
তুমি কি কখনো বছরের বিদায়ে কেঁদেছো ? আমাকে উত্তর দিতে হবে না । একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখো প্লিজ ।
জীবন একটাই । সেটাকে হেঁয়ালিপনায় নষ্ট না করে এসো সুন্দরের পথে , কল্যাণের পথে ।
রবের কাছে একদিন দাঁড়িয়ে হিসেব দিতে হবে জীবনের প্রতিটি ছোটবড় কাজের জীবন এতো মূল্যহীন বস্তু নয় যে ,
জীবনের মূল্যবান মুহূর্তগুলো তুচ্ছাতিতুচ্ছ বরং অনর্থক কাজে নষ্ট করবে ! শায়খ আহমাদুল্লাহ।
Why observe thirty fast nights, ক্রাউন মহুয়া বোরকা,সুন্নতি অরিজিনাল বোরকা ফুল সেট, মুহাজিরিন সেট, স্বল্পমূল্যে আকর্ষণীয় “ট্রিমার” লুফে নিন!!!,