(মুসলিমবিডি২৪ডটকম)

দাড়ি রাখার উপকারিতাও অপরিসীম, আর না রাখার ক্ষতিও অপরিসীম। সচরাচর আমাদের সমাজে যা হয়ে থাকে সেটা হলো,
দাড়ি মুন্ডানোর জায়গায় খুজলি পাঁচড়া হয়, আর ওই চর্ম রোগের কারণে মরণ বেধ্যি ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
আর ধারাবাহিক ভাবে দাড়ি মণ্ডানোর দ্বারা সৎ পুরুষের পর যে সকল সন্তান জন্ম গ্রহণ করে সে সকল সন্তান দৃষ্টি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে।
হযরত মাওলানা মুফতি আহমদ ইয়ার খান সাহেব বলেন, নারী পুরুষের জন্য সৌন্দর্যের অলংকার এবং মুখের জন্য নূর।
যেমন মহিলাদের জন্য তাদের মাথার চুল সুন্দরের কারণ, যদি কোন মহিলা নিজের মাথার চুল মুন্ডিয়ে ফেলে তখন অন্য সকল মহিলারা তাকে খারাপ মনে করে।
তেমনি কোন পুরুষ যখন দাড়ি কেটে ফেলে বা মুণ্ডিয়ে ফেলে তখন তাকেও ওই খারাপ দৃষ্টিতে দেখা হয়।
লোক সমাজে তার বেইজ্জতি হয়, আর মুনাফিকের কাতারে তার নাম লিখা হয়।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

