Breaking News
Home / ইসলাম ধর্ম / এতিম অসহায় ও মাযলুমদের প্রতি করনীয়

এতিম অসহায় ও মাযলুমদের প্রতি করনীয়

(Musllimbd24.com)

লামী জীবন বিধানে মুসলিম গণ ভাই ভাই।

কুরআন মাজিদের সূরা হুজরাতে পাক রব্বুল আলামীন বলেন: انما المؤمنون اخوة

 

“মুমিনগণ একে অন্যের ভাই” ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

 

كل مسلم اخوة “প্রত্যেক মুসলিম পরস্পর ভাই ভাই”

ইসলাম সকল মানুষের সাথে সদাচারের শিক্ষা দেয়

 

বিশেষ করে সমাজের , দুস্থ অসহায়, ও মজলুম মানুষকে সহায়তা দানের প্রতি ইসলাম অধিক গুরুত্ব আরোপ করে।

 

আল্লাহ তাআলা আল কুরআনের বিভিন্ন স্থানে সমাজের সকল মানুষকে

 

এতিম দুস্থ ও মজলুম মানুষের প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন।

 

যারা এতিমের হক করে না এবং মুসলিমদের খাবার দেয় না

 

তাদের প্রতি তিরস্কার প্রদর্শন করে কোরআন মাজীদে সূরা মাউন এর মধ্যে এরশাদ করেন:

 

“তুমি কি এমন লোককে দেখেছো যে দ্বীন  অস্বীকার করে??

 

সে তো ওই ব্যক্তি যে এতিমকে শক্তভাবে তাড়িয়ে দেয় আর সে মিসকিনদের খাবার দানে মানুষকে উৎসাহিত করে না ” ———সুরা মাউন ১-৩ আয়াত।

 

এছাড়াও আল কুরআনে এতিমদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে

 

এতিমদের সম্মান করার অর্থ হচ্ছে তাদের প্রাপ্য আদায় করা, এবং তাদের প্রয়োজনীয় ব্যায়ভার বহন করা।

 

যারা র জীবনে এতিম মিসকিন ও বন্দীদের উপকার করে

 

আল্লাহ তায়ালা তাদেরকে আখেরাতে জান্নাত ও জান্নাতের বহু-নিয়ামত দিবেন বলে ঘোষণা করেছেন।

 

আল্লাহ তাআলার জান্নাতি মানুষের স্বভাব বর্ণনা করতে গিয়ে তাদের গুণাবলী উল্লেখ করে এরশাদ করেন :

 

ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسرا

 

“তারা দুনিয়ার জীবনে খাদ্য দ্রব্যের প্রতি নিজেদের প্রয়োজনে আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন এতিম ও কয়েদিদের আহার প্রদান করে”———সূরা দাহর

 

ইসলাম অসহায় ও দুস্থ মানুষের প্রতি সহানুভূতি দেখানোর জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করে।

 

প্রত্যেক মানুষকে ইসলাম  শিক্ষা দেয় পরস্পরকে ভালবাসতে,

 

অন্তত কেউ যেন অন্যকে কোনভাবে কষ্ট না দেয় এবং কারো প্রতি যেন জুলুম অত্যাচার না করে সেই মনোভাবাপন্ন করে গড়ে তুলে।

 

মাযলুম কে সাহায্য করা এবং জালিমকে বাধা দেওয়া ী দায়িত্ব,

 

কোন মুসলিম যদি এর বিপরীত করে অর্থাৎ মজলুমকে জালিমের হাত থেকে রক্ষার চেষ্টা না করে

 

অথবা জালিমকে বাধা না দেয় তবে সে ব্যক্তি ইসলামের অবারিত নেয়ামত থেকে বঞ্চিত হবে।

 

আউস ইবনে সুরাহ বিল রাযিয়াল্লাহু আনহু থেকে এক হাদীস বর্ণিত আছে

 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

 

যে ব্যক্তি জালিমের সাথে থেকে তাকে শক্তি যোগায় অথচ তার জানা আছে যে,

 

লোকটি জালিম, তবে সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে।          নাউজুবিল্লাহ…..!!!

 

আল্লাহ তাআলা আমাদেরকে সাধ্যমত সমাজের এতিম অসহায় ও মজলুমদের সাহায্য করার তৌফিক দান করুন আমীন।

 

About Muhammad abdal

আমি মুহাম্মদ আব্দুর রহমান আবদাল।দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছি ২০২১ ইংরেজি সনে । লেখালেখি পছন্দ করি।তাই সময় পেলেই লেখতে বসি। নিজে যা জানি তা অন্যকে জানাতে পছন্দ করি,তাই মুসলিমবিডি ওয়েব সাইটে লেখা প্রকাশ করি। ফেসবুকে ফলো করুন👉 MD ABDALツ

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost