(মুসলিমবিডি২৪ডটকম)
দাড়ি না রাখার দ্বারা মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হয়, যেমন ধারাবাহিক দাড়ি মুন্ডানোর কারণে মুখের চামড়া পাতলা হয়ে যায়।
যার ফলে উজ্জ্বল চেহারায় এক ধরনের কালো আবরণ পড়ে যায়, আর তাতে বিভিন্ন ধরনের খারাফি সৃষ্টি হয়।
যার কারনে মরণব্যাধি ক্যান্সার, ও টিবি রোগ হওয়ার প্রবণতা দেখা দেয়। এবং খুজলি ও জ্বালাপোড়া রোগ হতে পারে।
বিজ্ঞ ব্যক্তিদের বিশ্লেষণে এটা প্রমাণিত হয়েছে যে, পুরুষের মুখের দাড়ি এবং মহিলাদের মাথার চুল মুখের বিভিন্ন প্রকার প্রতিরোধ করে।
আর এ কারণেই যাদের মুখে ঘন লম্বা দাড়ি থাকে, তার নারী সত্য থাকে তার মুখে দুর্গন্ধ হয় না। ইউরোপীয় ও দেশগুলোতে পুরুষেরা দাড়ি সেইব করে আর মহিলারা চুল খাটো করে রাখে।
যার ফলে দেখা যায় তাদের দেশের অধিকাংশ মানুষ দাঁত ও মুখের সমস্যায় ভুগে।
অথচ তারা অনেক দামি দামি টুথপেস্ট ব্যবহার করে কিন্তু তাদের মুখের ওই দুর্গন্ধ দূর হয় না।
আর এ কারণেই প্রত্যেক মানুষের উপর জরুরি হলো তার নিজের উপকারের জন্য হলেও দাড়ি রাখবে।
আর বিশেষ করে প্রত্যেক মুসলমান তো অবশ্যই দাড়ি রাখবে, কেননা দাড়ি হল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ সুন্নত।
তাছাড়া দাঁড়ি হল ইসলামের নিদর্শন আর অনেক মানুষ এমন আছে যারা মানুষের তিরস্কারের ভয়ে দাড়ি রাখা থেকে বিরত থাকে।
লেখক ওই লোকদের উদ্দেশ্য করে বলেন, হে মুসলমানগন! যদি তোমাদের জীবনে ইসলামের চিহ্নই না থাকে, তাহলে এমন জীবনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
এমন মুসলমান হয়েই বা লাভ কি? অনেক সময় দেখা যায় দাড়ি না থাকার দ্বারা মুসলমানের অনেক সময় বড় ক্ষতি হয়ে যায়।
ভূপালের একটি ঘটনা উল্লেখ করছি
একবার ভোপালে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে, যাদের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মের লোক ছিল।
এই অবস্থায় লাশ নির্ণয় করা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ রাস্তায় ছিল লাশের স্তপ, কে মুসলিম আর কে অমুসলিম তা চেনার কোন উপায় ছিল না।
ওই অবস্থায় যাদের মুখে দাড়ি ছিল তাদের মুসলমানের কবরস্থানে কাফন দাফন অ জানাযা পড়ে তাদের মাগফিরাতের দোয়া করা হয়।
তাদের বিপরীতে যে সকল মুসলমানের মুখে দাড়ি ছিল না তাদের কপালে না ছিল কাফন দাফন, না হল জানাজা আর না করা হলো তাদের রুহের মাগফিরাতের দোয়া।
কতই না দুর্ভাগ্য ঐ সকল মুসলমান যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েও অমুসলিম হিসেবে বিবেচ্য হইল।
দাড়ি রাখার উপকারিতা, উলামায়ে কেরামদেরকে গালমন্দ করা দাড়ি টুপি নিয়ে উপহাস করা শরীয়ত কি বলে, আসুন! নিজের নফ্স কে কন্ট্রোল করি