(মুসলিমবিডি২৪ডটকম)
সুরা ওয়াকিয়ার ফজিলত
হযরত ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করিবে কখনো তাহাকে অভাব স্পর্শ করিবে না।
ইবনে মাসউদ রাঃ প্রতি রাতে তাহার কন্যাদিগকে সূরা ওয়াকিয়া পড়ার আদেশ দিতেন।
একটি বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সুরা হাদীদ, ওয়াকিয়া,ও সুরা আর রাহমান পাঠ করিবে সে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বলে অভিহিত হবে।
সুরা ওয়াকিয়া প্রকৃতপক্ষে সুরাতুল গিনা। ইহাকে নিজেও পড় এবং সন্তানদিগকেও শিক্ষা দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাঃ হতে উহা পড়ার জন্য খুবই তাকীদ এসেছে,
তবে পার্থিব চার পয়সার জন্য পাঠ করা খুবই হীনমন্যতার কথা। হ্যাঁ মানসিক সবলতা ও আখেরাতের নিয়তে পড়লে দুনিয়া নিজে নিজেই হাত জোড় করে উপস্থিত হবে।