Breaking News
Home / ইসলাম ধর্ম / সর্বদা হাস্যোজ্জ্বল থাকার প্রয়োজনীয়তা

সর্বদা হাস্যোজ্জ্বল থাকার প্রয়োজনীয়তা

(মুসলিমবিডি২৪ডটকম)সর্বদা হাস্যোজ্জ্বল থাকার প্রয়োজনীয়তা

হাস্যজ্জল থাকা প্রসঙ্গে আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্ আখতার সাহেব  রাহিমাহুল্লাহ এর একটি বক্তব্য এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য।

তিনি বলেছেন আমি একজন হাকিম ও চিকিৎসক হিসেবে বলছি, এ জামানার লোকজন অধিকাংশই টেনশন- ডিপ্রেশনে আক্রান্ত।

মন মস্তিষ্র ভারসাম্য বিনষ্টকারী এবং হার্ট স্ট্রোক ও ব্রেইন স্ট্রোকের আশঙ্কা পূর্ণ ও ঝুঁকিপূর্ণ নানাবিদ দুশ্চিন্তা দুরভাবনায় জর্জরিত।

ে লোকদের দৈহিক স্থিতি শক্তি ও সহন ক্ষমতা প্রাচীনকালের লোকদের মতো নেই

 

বরং এখন অবস্থা সম্পূর্ণ বিপরীত হয়ে দাঁড়িয়েছে। আগেকার লোকদের মাঝে মাঝেই দেহ থেকে রক্ত বের করতে হতো সুস্থতা তার জন্য।

আর এখন তো রক্ত ভরতে হচ্ছে সুস্থ থাকার জন্য। রক্তশূন্যতা স্বাস্থ্য হীনতা শক্তিহীনতা স্নায়বিক দুর্বলতা মানসিক মানসিক অস্থিরতা এসব এখন ব্যাপক আকার ধারণ করেছে।

আর এর প্রতিকার হচ্ছে হাসিখুশি ও আনন্দ ফুর্তি

অতএব এ ে হাসি-ফূর্তির ব্যাপারে কঠোরতা না করাই সমীচীন। এটাই বিজ্ঞ মাশায়েখের মত।

তবে এই আনন্দ ফুর্তিটা যেন আমাদের জন্য শরীয়ত সম্মত হয়।

শরীয়তের বিধি বিধান পরিপূর্ণ ভাবে পর অবশিষ্ট সময় যাতে আমরা শরীয়তসম্মতভাবে আনন্দ ফুর্তিতে অতিবাহিত করি।

মনে রাখবেন সুস্থ থাকতে চাইলে চিকিৎসা করতে হবে আর চিকিৎসা করা সুন্নত ও বটে। নিজের লাইফস্টাইল নিজেই পরিবর্তন করতে হইবে।

ভেজাল খাবার ফাস্টফুড প্রসেস ফুড সবগুলো বর্জন করতে হইবে।

আল্লাহ তাআলা আমাদেরকে এই গুলোর উপর করার তৌফিক দান করুন। আমিন।

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost