(Muslimbd24.com)
পুরুষের জন্য তিনটি কাপড় দিয়ে কাফন দেওয়া সুন্নত
১. ইজার(তথা মাথা হইতে পা পর্যন্ত একটি কাপড়) ২.লেফাফা / চাদর (একই মাপের),৩.কোর্তা,গলা হইতে পায়ের অর্ধ থোরা পর্যন্ত)।
মহিলাদের জন্য এই তিনটি ছাড়াও আরো অতিরিক্ত দুটি কাপড় লাগবে:
১.সেরবন্ধ (তিন হাত লম্বা)২. সিনা বন্ধ (যাদ্বারা বক্ষ থেকে রান পর্যন্ত বেষ্টন করতে পারে)
এবার জেনে নিন কিভাবে প্রস্তুত করবেন:
(পুরুষ)
খাটিয়ার উপর সর্ব প্রথম লেফাফা বিছিয়ে নেবেন তারপর ইজার বিছাবেন,
অতঃপর কুর্তার নিচের অংশ বিছিয়ে উপরের অংশ মাথার দিকে গুছিয়ে রাখবেন।
ইহার পর কাফনকে গোসলের খাটের নিয়ে লুবান অথবা আগরবাতি ইত্যাদি দ্বারা তিনবার পাঁচবার অথবা সাতবার ধুমায়িত করবেন,
তারপর মৃতকে কাফনের উপর রেখে প্রথমে কোর্তা গলার ভিতর দিয়া প্রবেশ করাবেন,
তারপর ইজার দ্বারা প্রথমে বাম পার্শ্ব পরে ডান পার্শ্ব ঢেকে দেবেন। এরপর লেফাফা দ্বারা উপরোক্ত প্রকারে ঢেকে দেবেন।
সর্বশেষ কাপড়ের চিকন আঁচল কিংবা মোটাা সুতা দ্বারা মাথা ও পায়ের দিক এবং মাঝখানে গিরা দিয়া বন্ধ করে দেবেন,
(মহিলা)
মহিলাদের কাফন পড়ানোর বেলায় কুর্তা পড়াইবার পর মাথার চুল দুই ভাগে বিভক্ত করে কুর্তার উপরে বক্ষের দুই পার্শ্ব হতে এনে রেখে দেবে।
তারপর সেরবন্ধ মাথার উপর রেখে দেবে, কিন্তু তার দ্বারা মুখ ঢাকবে না। ইজার পরানোর পর সিনাবন্দ পরিয়ে তারপর লেফাফা পরাবে।
পুরুষ মহিলা উভয়ে মাইতকে কুর্তা পড়ানোর পর মাথা এবং পুরুষদের দাড়ির মধ্যে আতর মেখে দেবে।
অতঃপর কপাল, নাক, উভয় হাতের তালুতে, দুই হাটু ও দুই পায়ের আঙ্গুলের মধ্যে, কর্পূর মালিশ করে দেবে।
কাফনে আতর মাখানো বা আতর মাখা তুলা ইত্যাদি মৃত ব্যক্তির কানে রাখা শরীয়তে প্রমাণিত নাই,
সুতরাং তাহা পরিত্যাগ করা চাই।

MuslimBD24.Com Islamic blog site Bangladesh

