(মুসলিমবিডি২৪ডটকম)

প্রশ্নঃ- যদি কোন মুসল্লি ঈদের নামাজের প্রথম রাকাত না পান তাহলে তার হুকুম কি?
ফতওয়া:- যদি কোন মুসল্লি ঈদের নামাজে ইমাম
সাহেবকে প্রথম রাকাতে না পান তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠে সুরা ফাতিহা এবং অন্য একটি সূরা বা তিন আয়াত পরিমাণ
কেরাত পড়ে রুকুতে যাওয়ার পূর্বে তিনটি তাকবীর বলে নেবে অত:পর এইভাবে নামাজ শেষ করবে। (হেদায়া, ফতওয়ায়ে হাক্কানিয়া ৩/৩৮৯)
আরো কিছু প্রয়োজনীয় মাসআলা:- *ঈদের জামাতের পর ইমাম সাহেবের জন্য খুতবা পাঠ করা সুন্নত আর উপস্থিত মুসল্লীদের জন্য খুতবা শ্রবণ
করা ওয়াজিব। (মাহমুদিয়া ২/২০৮) *খতিবের খুতবার আওয়াজ যতদূর পৌঁছবে তত দূর ওই ঈদগাহে নামাজ আদায়কারী মুসল্লিদের জন্য খুতবা
শ্রবণ করা ওয়াজিব। অন্যদের জন্য ওয়াজিব নয়। (তাই ঈদের খুতবা মাইক ছাড়া পড়াই শ্রয়)
*যেহেতু খুতবা শোনা ওয়াজিব তাই খুতবার সময়
কথা বলা, চাঁদা উঠানো ও খুতবা শ্রবণে অমনোযোগিতা সৃষ্টি করে এমন কাজ করা হারাম।( বাহারুল মুহিত ২/১৫৫)
আরো পড়ুন
ইদের নামাজে ইমাম সাহেব অতিরিক্ত তিন তাকবির দেওয়ার পরে জামাতে শরিক হলে তার হুকুম কী
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

