(মুসলিমবিডি২৪ডটকম)

রোগ-ব্যাধি বিষয়ক সুন্নতসমুহ
এক. কোন মুসলমান ভাই অসুস্থ হলে তার খোজ – খবর নেওয়া। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন.
যে ব্যক্তি ফজরের নামাজের পর কোন রোগীর খোজ- খবর নিতে যাবে তার জন্য সমস্ত দিন এবং যে ব্যক্তি বিকালে যাবে তার জন্য সমস্ত রাত সত্তর হাজার ফেরেশতা রহমতের দোয়া করতে থাকেন।
আরো জানুন👉রোগীর শরীরে অন্যের রক্ত দেওয়ার বিধান
দুই.রোগীর পাশে বসে নিম্নের দোয়াটি সাতবার পড়া ” أسأل الله العظيم رب العرس العظيم ان يشفيك”আবু দাউদ ও তিরমিজির রেওয়াতে আছে,
এই দোয়ার বরকতে মৃত্যু ব্যতিত অন্যান্য সমস্ত রোগ আরোগ্য লাভ করবে।
আরো জানুন👉অসুস্থ ব্যক্তির নামাজ পড়ার নিয়ম
তিন. রোগীর পাশে বেশি সময় অবস্থান না করা। যেন সে অস্বস্তি বোধ না করে এবং তার ঘরের লোকদের কাজে অসুবিধা না ঘটে।
আরো জানুন👉ভুল চিকিৎসায় রুগি মারা গেলে তার হুকুম কী
চার. রোগীকে সব ধরনের সান্ত্বনা দেওয়া।এই কথা বলা, ইনশাআল্লাহ তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।
আল্লাহ তাআ’লা মহান ক্ষমতাবান। মোটকথা রোগী ভয় পাওয়ার মত কোন কথা তাকে না বলা
পাঁচ. অসুস্থ হলে চিকিৎসা করানো।
ছয়. কালোজির এবং মধু দিয়ে রোগীর চিকিৎসা করা। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন.
আরো জানুন👉চিকিৎসা করার সুন্নাত তরীকা
আল্লাহ তাআলা এ দুটির মধ্যে আরোগ্য লাভের উপাদান রেখেছেন। এগুলোর সুফল বর্ণনায় একাধিক হাদিস এসেছে।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

