Breaking News
Home / জরুরী মাসাইল / নিষিদ্ধ নামসমুহ

নিষিদ্ধ নামসমুহ

(মুসলিমবিডি২৪ডটকম)

নিষিদ্ধ নামসমুহ

১/ আল্লাহর কাছে সবচেয়ে নিষিদ্ধ নাম হচ্ছে মালিকুল মুলক ( রাজার রাজা ), শাহেন শাহ ( বাদশাহের বাদশাহ ), সুলতানুস সালাতিন

( সম্রাটের সম্রাট ), (বুখারী হা. ৫৭৬৪-৬৫)

২/ কুরআনের কোনো সূরার নামে নাম রাখা নিষিদ্ধ। যেমন: ইয়াসিন, ত্বাহা, হা-মিম, আলিফ ইত্যাদি। (তুহফাতুল মাওদুদ ৮০/

ইসলামি নামকরণ পদ্ধতি ৭৬)

৩/ শুধু আল্লাহর নামে নাম রাখা নিষিদ্ধ। যেমন: সামাদ, জাব্বার, রহমান, রহিম, করিম, হাদি, গফুর, বাকী, মজিদ, সাঈদ, মালিক,

খালিক ইত্যাদি। তবে আল্লাহর নামের সাথে আব্দ যোগে নাম রাখা খুবই উত্তম। যেমন:- আব্দুল্লাহ, আব্দুর রাহমান ইত্যাদি।

৪/ হযরত জাবির ও সামুরাহ রা. থেকে বর্ণিত রাসুল সা. বলেন: তোমরা রাফি, ইয়াসার, বারাকাত, রাবাহ, আলফাহ, নাজিহ নাম

রেখো না।( তিরমিযি হা. ২৭৭২-৭৩/ মিশকাত হা. ৪৫৪৭)

৫/ মাকরুহ (ঘৃণ্য) নাম হলো:- ইসলামের চরম শত্রু ফেরাউন, কারুন, হামান, ও ওয়ালীদ ইত্যাদি।

৬/ বিশ্লেষণমূলক নাম:- যেমনঃ খাইরুল আনাম (সর্বশ্রেষ্ঠ সৃষ্টি) খাইরুল বাশার (সর্বশ্রেষ্ঠ মানব) সাইয়িদুল বাশার (মানবজাতিরপ্রধান),

এধরনের নাম শুধু রাসূলুল্লাহ সা. এর জন্য প্রযোজ্য। এছাড়া আল্লাহ তাআলা তাঁর নবী রাসূলদের যেসব উপাধি দিয়েছেন

সেসব উপাধি বা তার সাদৃশ্য ও সমর্থক করে নামকরণ করাও ঠিক নয়। যেমন: হযরত আদম আ. এর উপাধি; আবুল বাশার (মানবজাতির পিতা),

হযরত ইবরাহিম আ. এর উপাধি; খলিলুল্লাহ (আল্লাহর বন্ধু), হযরত মুসা আ. এর উপাধি; কলিমুল্লাহ (আল্লাহর সাথে কথোপকথনকারী)।

উল্লেখ্য এই উপাধিগুলো শুধু উল্লেখিত নবিদের সাথেই নির্ধারিত।

৭/ আরো আপত্তিকর নাম হলো মালায়িকাদের ফেরেশতাদের নামে রাখা। যেমন ইসরাফিল, মীকাইল, ইত্যাদি।

৮/ আলিমদের মতে আল্লাহ ছাড়া কোন সৃষ্ট বস্তর নামের পূর্বে আবদ যোগ করে নাম রাখা হরাম। যেমনঃ আব্দুল আলী (আলীর বান্দা),

আব্দুন নবী (নবীর বান্দা), গোলাম রসূল (রাসূলের বান্দা), গোলাম মুস্তফা, (মুস্তফার বান্দা), গোলাম হোসেন (হোসেনের বান্দা), গোলাম আলী (আলীর বান্দা) ইত্যাদি।

৯/ অর্থহীন কতগুলো নাম- জরিনা, রুবিনা, হেলেনা, রোজিনা, সেলিনা, রুকসানা, শাহীনা, রেশমা, ফরহাদ, ইত্যাদি।

১০/ এছাড়াও আপত্তিকর বিজাতীয় কিছু নাম হলো:-সান্টু, যন্টু, মিন্টু, নান্টু, রিন্টু, ঝন্টু, লাল্টু, বল্টু, পল্টু, হ্যাপি, বাপ্পি, অপু, তপু,

কালা, ভোলা, রুপু, স্বপন, চঞ্চল, আকাশ, বিপুল, প্রিন্স, বাবন, সুমন, রুমন, নিপন, পিল্টু, বিপ্লব, জেমস্, টমাস, চম্পা, ডেজি, লিলি,

বিউটি, লাভলি, মিমি, জসি, শিল্পি, পপি, টিটু, ময়না, কেয়া, ডলি, বেবি, রেবা, সুইটি, রিতা, পাখি, ডায়না, প্রিয়াংকা, বন্যা, ড্যানী ইত্যাদি।

আরও পড়ুন:-   

নাম পরিবর্তন
আধুনিকতার ছুয়ায় ইসলামি নাম
হযরত খিজির আ. এর নাম, নাম করনের কারণ

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

কাফন পরানো’র সঠিক নিয়ম

(Muslimbd24.com) পুরুষের জন্য তিনটি কাপড় দিয়ে কাফন দেওয়া সুন্নত ১. ইজার(তথা মাথা হইতে পা পর্যন্ত …

Powered by

Hosted By ShareWebHost