Breaking News
Home / ইসলাম ধর্ম / খাবারের সময় যা যা পালনীয়

খাবারের সময় যা যা পালনীয়

(

খাবারে সময় যাযা পালনীয়

খাবারের  খাওয়ার পূর্বে ও পরে হাত দোয়া। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন;

আরো পড়ুন👉রাতে পালনীয় সুন্নাহ 

খাবারের পূর্বে ও পরে অযু করা তথা হাত ধৌত করা খাবারের জন্য বরময়। তিরমিজি ; ৪২০৮।

 

দস্তরখানার সুন্নাহঃ কোন কাপড়, রুমাল অথবা এ জাতীয় কোন কিছু খাবারের নিছে বিছানো। যাতে খাবার পরলে তা থে তুলে খেতে পারেন।

আরো পড়ুন👉প্রিয়নবী (সা.) যেসব খাবার পছন্দ করতেন 

 

বিসমিল্লাহর সুন্নাহঃ বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। আমর বিন আবি সালামাহ বলেন রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন

 আরো পড়ুন👉কি পরিমাণ খানা খাওয়া ফরজ ও ওয়াজিব

 

তুমি বিসমিল্লাহ বলোএবং তোমার ডান হাত দ্বারা ও তোমার নিকটতস্হ থেকে খাওয়া শুরু করো।

 

শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে খাওয়ার মাঝে স্বরণ হওয়া মাত্রই নিম্নোক্ত দোয়াটি পড়া

 

” بسم اللّٰہ اولہ واخرہ” এই দোয়ার ে খাবার বরকত ফিরে আসে।

 

একত্রে খানা খাওয়ার সুন্নাহঃ কয়েকজন একই প্লেটে খাওয়ার প্রয়োজন হয় তাহলে প্রত্যেকেই নিজের দিক থেকে খাওয়া।

বদহজম কেন হয় ও তার লক্ষন 

তবে যদি একই প্লেটে বিভিন্ন রকমের খাবার থাকে তাহলে যে দিক থেকে ইচ্ছে সে দিক থেকে খেতে পারবে।

 

আর যে একা খেতে বসে সে ও প্লেটের এক কিনারা থেকে খাওয়া। মধ্যেখান থেকে খাওয়া ঠিক নয়।

 

বসার সুন্নাহঃ বসার সময় উভয় হাঁটু খাড়া করে বসা অথবা এক পা বিছিয়ে আর আরেক পা খাড়া করে বসা। নিতান্ত প্রয়োজন ছাড়া আসন পেতে না বসা।

 

হাতের সুন্নাহঃ ডান হাত দ্বারা খাওয়া এবং আঙ্গুল চেটে খাওয়া। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

 

যখন তোমাদের কেহ খাবার খায় তখন সে যেন তার ডান হাত দ্বারা খায়। তিরমিজি ;৪১৬২।

 

লোকমার সুন্নাহঃ খাওয়ার মাঝে লোকমা পরে গেলে তা তুলে করে খাওয়া।

 

খাবার শেষের সুন্নাহঃ খাওয়ার শেষে হাত ধুয়ে করা। ভেজা হাত স্বীয় চেহারা, এবং বাহুতে মুছা।

 

রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ও এ রকম ছিল।

 

নিজ ঘরে খাওয়ার পর নিম্নোক্ত দোয়াগুলি পড়া

 

١/”الحمدلله الذي اطعمنا وسقانا تجعلنا من المسلمين ٢/ الحمدلله الذي اطعمني هذا الطعام ورزقتنيه من غير حول مني ولا قوة”

 

٣/ ” الحمدلله الذي اطعم وسقي وسوغه وجعل له مخرجا”

 

অন্যের ঘরে দাওয়াত খেলে নিম্নোক্ত দোয়াটি পড়া

” اللهم اطعم من اطعمني واسق من سقاني”

মেযবানের ঘর থেকে বিদায় নেয়ার সময় নিম্নোক্ত দোয়াটি পড়া

” اللهم بارك لهم فينا رزقتهم واغفر لهم وارحمهم “

বরতনের সুন্নাহঃ বরতন পরিস্কার করে এবং আঙ্গুল চেটে খাওয়া। এতে বরতন ও মাগফিরাত কামনা করে।

 

পান সুন্নাহঃ ডান হাতে পান করা, তিন শ্ে পান করা, পানি দেখে পান করা,শুকরিয়া আদায় করা, বিসমিল্লাহ বলে পান করা।

আরো পড়ুন👉দাঁড়িয়ে বা হেটে হেটে পানাহার করা কি জায়েয 

খাদ্য বস্তুর সুন্নাহঃ খাদ্য বস্তুর কোন দোষ বের না করা। পছন্দ হলে খাবে অন্যথায় ত্যগ করবে।

 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ও এ রকম ছিলো।তিনি কখনো খাবারের দোষ ধরতেন না।

 

আল্লাহ তাআ'লা সবাইকে আমল করার তাওফিক দিন। আমিন।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

One comment

  1. নঙ্গে আসলাফ আফজাল

    মা শা আল্লাহ

Powered by

Hosted By ShareWebHost