(মুসলিমবিডি২৪ডটকম)

ভুল চিকিৎসায় রুগি মারা গেলে তার হুকুম কী
মূল: আশরাফ আলী থানবি রহ.
দুই/একখানা ডাক্তারি বই পড়েই অনেক লোক ডাক্তারি ব্যবসা শুরু করে দেয়। এসব লোক যে চিকিৎসা বিদ্যার বিস্তারিত বিষয়াদি সম্পর্কে সম্পূর্ণ
অজ্ঞ তা তো বলাই বাহুল্য। এমনকি ছোটখাটো চিকিৎসা করার সাধারণ নলেজটুকুও তাদের মধ্যে অনুপস্থিত থাকে।
হাদিস শরিফে আছে, “চিকিৎসা বিদ্যায় অনবিজ্ঞ ব্যক্তি যদি কারো চিকিৎসা করে এবং তার ফলে রুগির ক্ষতি হয়,
তা হলে সেই ব্যক্তি দুনিয়ার বিচারেও দোষি সাব্যস্ত হবে এবং আখেরাতেও তাকে এ অপরাদের জন্য শাস্তি ভোগ করতে হবে”।
উর্দু ভাষায় একটি প্রবাদ আছে: “নিম হাকিম খাতরায়ে জান, নিম মোল্লা খাতরায়ে ইমান”। অর্থাৎ আনাড়ি ডাক্তারের চিকিৎসায় প্রাণনাশের আশংকা
আর আনাড়ি মোল্লার কথা শুনলে ইমান নাশের আশংকা।
প্রচলিত কুপ্রথা ১৪২
আরও পড়ুন:
চিকিৎসা করার সুন্নাত তরীকা
ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মাদক ও তামাক
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

