(মুসলিমবিডি২৪ডটকম)

কাজের প্রকার
হযরত ইমাম গাযালী রহ. বলেন: দুনিয়াতে যত কাজই হচ্ছে বা মানুষ যত কাজই করছে তা তিন ভাগে বিভক্ত।
প্রথমত: কাজটা হবে কল্যাণকর ও মঙ্গলজনক।চাই এই কল্যাণ দ্বীনি হোক বা দুনিয়াবী।
দ্বিতীয়তঃ কাজটা হবে ক্ষতিকর বা ধ্বংসাত্বক। সে ক্ষতি চাই দ্বীনি হোক বা দুনিয়াবী।
তৃতীয়তঃ কাজটা একদিকে যেমন মঙ্গল বা কল্যাণজনক নয়। অন্যদিকে তেমনি তাতে কোনো ক্ষতিকর দিকও নেই। না পার্থিব না দুনিয়াবী।
উপরের তৃতীয় প্রকার হলো অহেতুক কাজ। তাই এটি বর্জনীয়।
এছাড়াও দ্বিতীয় প্রকার তো দ্বিধাহীন চিত্তে ছেড়ে দেওয়া আবশ্যক। কারণ তা ক্ষতিকর।
অধিকন্তু যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয় তাহলে তৃতীয় প্রকার, যাতে উপকার বা ক্ষতি কোন দিকই নেই; ক্ষতিকর হিসেবেই বিবেচিত হবে। কারণ মানুষ
এ ধরনের কাজে লিপ্ত হয়ে নিজের মূল্যবান সময় ব্যয় করতে শুরু করে। তখন সময় নষ্ট হওয়ার বিচারে প্রকারান্তরে এটাও ক্ষতিকরের মধ্যে শামিল।
সুতরাং তৃতীয় প্রকারের কাজে লিপ্ত হয়ে সময় নষ্ট করা আদৌ সঙ্গত হবে না।।
আরো পড়ুন : 👇
ইচ্ছা থাকলে উপায় হয়
খতনা অনুষ্ঠান
কুসংস্কারে আচ্ছাদিত কোরবানি
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

