(মুসলিমবিডি২৪ডটকম)

ইসলাম কী
ইসলামের আসল অর্থ হচ্ছে নিজেকে কারো কাছে সমর্পণ করে দেওয়া এবং সম্পূর্ন তারই নির্দেশের অধীন হয়ে যাওয়া।
আর মহান আল্লাহর প্রেরিত ও তাঁর রাসূল কর্তৃক আনীত দ্বীনের নাম ইসলাম এ জন্য রাখা হয়েছে যে, এখানে বান্দা নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে
দেয় এবং তাঁর সার্বিক আনুগত্যকে নিজের জীবন সাধনার কেন্দ্রবিন্দু বানিয়ে নেয়।
বস্তুত এটাই হচ্ছে ইসলামের হাকীকত ও তাৎপর্য এবং
আমাদের কাছে এরই দাবি করা হয়েছে।
আল্লাহ তায়া’লা বলেন :তোমাদের আল্লাহ তো একক আল্লাহ, সুতরাং তোমরা মুসলিম অর্থাৎ তাঁরই আজ্ঞাধীন
হয়ে যাও।(সুরা হজ্ব আয়াত ৩৪)
এই ইসলাম সম্পর্কে বলা হয়েছে: তার চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে, যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ
করে দিয়েছে এবং সে এভাবে মুসলিম বান্দা হয়ে গিয়েছে।( সূরা নিসা আয়াত 125)
ইসলাম সম্পর্কে আরো ঘোষণা করা হয়েছে: যে ব্যক্তি
ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন অবলম্বন করতে চায়, তার পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে হবে আখেরাতের চরম ক্ষতিগ্রস্ত।( সূরা আল ইমরান
আয়াত 85)
মোটকথা ইসলামের মূল প্রাণশক্তি এটাই যে বান্দা নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সমর্পণ করে দেবে এবং সর্বক্ষেত্রে তাঁরই আজ্ঞাবহ হয়ে থাকবে।
শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ইসলামের যে সর্বশেষ ও পরিপূর্ণ জীবন বিধান আমাদের কাছে এসেছে, এর মধ্যে আল্লাহর
একত্বতার বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেসালতের সাক্ষ্য প্রদান, নামাজ, রোজা ও বাইতুল্লাহ শরিফের হজ্বকে ইসলামের স্তম্ভ ও মৌলিক
বিষয় সাব্যস্ত করা হয়েছে।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

