(মুসলিমবিডি২৪ডটকম) 
প্রশ্নঃ “বিবাহিতদের এক রাকাত নামাজ অবিবাহিতদের ৮২ রাকাত হতে উত্তম” হাদিসটি কতটুকু সহীহ?
এবং এবিষয়ে হাদিস আছে কি না?
উত্তরঃ বিবাহিত ব্যক্তির সাধারণ ফজিলত সম্পর্কে অনেক সহীহ হাদীস আছে।
তবে বিবাহিত ব্যক্তির নামাজ অবিবাহিত ব্যক্তির নামাজ অপেক্ষা উত্তম, এ ধরনের কোনো সহীহ হাদীস পাওয়া যায়নি।
প্রশ্নে বর্ণিত ফযীলত সম্পর্কে হাদীসটিকে হাদীস বিশারদগণ ভিত্তিহীন বলে মত প্রকাশ করেছেন।
[প্রমানঃ ফতওয়ায়ে ফকীহুল মিল্লাত ২/১৯৯. মিযানুল ই’তিদাল ৪/১০০. লিসানুল মিযান ৬/২৮]
আরো পড়ুন 👇👇👇
নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া জায়েয কি নাঃ নঙ্গে আসলাফ আফজাল, যে সমস্ত পশু দ্বারা কুরবানী করা যায় না, শবে বরাত ও এরাত্রির ইবাদতের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিতঃনঙ্গে আসলাফ আফজল
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

