(মুসলিমবিডি২৪ডটকম)

بسم الله الرحمن الرحيم
হবিগঞ্জে নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নাজির রয়েছেন।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪৬। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দুদিন আগে ঢাকায় রোগতত্ত্ব,
রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) কিছু নমুনা পাঠানো হয়েছিল।
সেখান থেকে ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
এর মধ্যে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নাজির রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান
হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন,
শনিবার বিকেলে আইইডিসিআর থেকে বিষয়টি জেলার স্বাস্থ্য বিভাগে অবহিত করা হয়।
জেলা সদর হাসপাতাল থেকে আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

